Select Page

২ মাস ব্যাপী চলচ্চিত্র নির্মান কোর্স

২ মাস ব্যাপী চলচ্চিত্র নির্মান কোর্স

moveচলচ্চিত্র নির্মানে আগ্রহী কিন্তু প্রয়োজনীয় জ্ঞান-প্রশিক্ষণের অভাবে শুরু করতে পারছেন না – তাদের উদ্দেশ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি আয়োজন করেছে ‘ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স ২০১৪’। এই কর্মশালাটি শুরু হবে ২৫ অক্টোবর।

দুই মাসব্যাপি এই কোর্সে চলচ্চিত্রপাঠ এবং সংশ্লিষ্ট সকল বিষয়ে পাঠদান করা হবে। চলচ্চিত্র নির্মাণের সকল বিষয়ে ধারণা দেওয়া হবে। এই কোর্সে অংশগ্রহণ করার ক্ষেত্রে চলচ্চিত্র অনুরাগী তরুণদের অগ্রাধিকার দেয়া হবে বলে জানান আয়োজকরা।

কর্মশালায় পাঠদান করবেন চলচ্চিত্রকার সৈয়দ সালাহউদ্দিন জাকী, আলোকচিত্রশিল্পী ও চলচ্চিত্রগ্রাহক আনোয়ার হোসেন, চলচ্চিত্রকার সাইদুল আনাম টুটুল, নাট্যজন লিয়াকত আলী লাকী, চলচ্চিত্রগ্রাহক মাকসুদুল বারী, লেখক ড. সলিমুল্লাহ খান, চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, শব্দ-প্রকৌশলী রতন পাল, অধ্যাপক জাকির হোসেন রাজু, অধ্যাপক ফাহমিদুল হক, নির্মাতা সামির আহমেদ, অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী, শিল্পী সব্যসাচী হাজরা, নির্মাতা রাজীবুল হোসেন, আলোকচিত্রশিল্পী তানভীর মুরাদ তপু, স্থপতি রাজন দাশ, নির্মাতা প্রসূন রহমান এবং নির্মাতা সাইফুল ইসলাম জার্নাল।

এই কর্মশালার পরিকল্পক এবং সমন্বয়ক বেলায়াত হোসেন মামুন। তিনি জানান, কোর্সের মেয়াদ ২ মাস। সপ্তাহে দুই দিন। শুক্র ও শনিবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।

নাম নিবন্ধন করতে হবে ২২ অক্টোবরের মধ্যে। নিবন্ধনের জন্য যোগাযোগ করতে হবে, কক্ষ নং ৭০১ (লিফটের ৬), জাতীয় নাট্যশালা ভবন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেগুনবাগিচা, ঢাকা ১০০০। ফোন: ০১৬৭৫ ৬৪২৭৭৭, ০১৮১৫ ১১০২৮২, ০১৭৯৫০৮৭১৬৩।


মন্তব্য করুন