Select Page

৩ ছবিতে শাকিব-আঁচল

৩ ছবিতে শাকিব-আঁচল

faad-01

শাকিব খানের বিপরীতে তিন ছবিতে অভিনয় করছেন আঁচল।  সর্বশেষ যুক্ত হওয়া ছবি দু’টির পরিচালক বদিউল আলম খোকন, ছবি দুটি হলো ‘বাদশা’ ও ‘রাজা বাবু’। এর আগে তারা চুক্তিবদ্ধ হয়েছেন শামীম আহমেদ রনি পরিচালিত ‘মেন্টাল’ ছবিতে।

‘বাদশা’ প্রযোজনা করবেন বিশিষ্ট প্রযোজক মোহাম্মদ হোসেন। তার প্রযোজনা সংস্থা গ্রামীণ কথাচিত্রের ব্যানারে ছবিটি নির্মাণ হবে। ‘রাজা বাবু’ নির্মাণ হবে নতুন একটি প্রযোজনা সংস্থার ব্যানারে। ‘রাজাবাবু’ ছবিতে অপু বিশ্বাসও থাকবেন।

বুধবার বসুন্ধরা সিটির স্কাই উইচ রেস্টুরেন্টে আঁচলকে দুই ছবিতে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ করান প্রযোজক মোহাম্মদ হোসেন ও পরিচালক বদিউল আলম খোকন।

শাকিব-আঁচল জুটির প্রথম ছবি ‌’ফাঁদ’ মুক্তি পায় চলতি বছর। ছবিটি বাণিজ্যিকভাবে সফল হয়নি।


মন্তব্য করুন