Select Page

৪ এপ্রিল ‘ফাঁদ’ ও ‘জোনাকির আলো’

৪ এপ্রিল ‘ফাঁদ’ ও ‘জোনাকির আলো’

pic-01_61704আগামী ৪ এপ্রিল মুক্তি পাচ্ছে দুটি ছবি। একটি হলো খালিদ মাহমুদ মিঠু’র ‘জোনাকির আলো’। অন্যটি সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘ফাঁদ’। দুটি ছবিই ড্রামাধর্মী।

‘ফাঁদ’ ছবির মাধ্যমে শাকিব খান প্রথমবার জুটি হয়ে আসছেন আঁচলের সঙ্গে। অথৈ প্রোডাকশনের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন শফিকুল ইসলাম রাসেল। মালয়েশিয়ায় চিত্রায়িত এ ছবিতে আরও অভিনয় করেছেন অমিত হাসান, ডন প্রমুখ।

অন্যদিকে জোনাকির আলো’তে মীমের বিপরীতে অভিনয় করছেন ইমন। এ ছবিতে বরণ্যে শিল্পী এসএম সুলতানের বিশেষ একটি দর্শন ফুটিয়ে তোলা হয়েছে বলে জানা গেছে। এ ছবির মাধ্যমে চার বছর পর তিনি বড়পর্দায় ফিরছেন।


মন্তব্য করুন