Select Page

৬ দিন একটি করে প্রিমিয়ার

৬ দিন একটি করে প্রিমিয়ার

এবার ঈদে ছয়টি ছবির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার করবে চ্যানেল আই। ঈদের দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন একটি করে ছবি ‘ড্রেসিং টেবিল’, ‘ভালোবাসা এমনই হয়’, ‘অস্তিত্ব’, ‘রান আউট’, ‘মেন্টাল’ ও ‘সম্রাট’।

আবু সায়ীদের ‘ড্রেসিং টেবিল’-এ অভিনয় করেছেন আবুল কালাম আজাদ, নাদিয়া নদী, আরমান পারভেজ মুরাদ প্রমুখ। তানিয়া আহমেদের ‘ভালোবাসা এমনই হয়’তে সাজ্জাদ, বিদ্যা সিনহা মিম, তানজিকা, তারিক আনাম খান প্রমুখ। অনন্য মামুনের ‘অস্তিত্ব’তে আরিফিন শুভ, তিশা প্রমুখ। তন্ময় তানসেনের ‘রান আউট’-এ মৌসুমী নাগ, সজল, ওমর সানী প্রমুখ। পঞ্চম দিনে শামীম আহমেদ রনীর ‘মেন্টাল’-এ শাকিব খান, তিশা, আঁচল প্রমুখ। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সম্রাট’-এ শাকিব খান, অপু বিশ্বাস, ইন্দ্রনীল সেনগুপ্ত প্রমুখ।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares