Select Page

‌’ড্রিম গার্ল’ মীম

‌’ড্রিম গার্ল’ মীম

20130612-mimচলচ্চিত্রে বিদ্যা সিনহা সাহা মীমের ব্যস্ততা বেড়েই চলেছে। একের পর এক ছবিতে অভিনয় করছেন তিনি। এবার দর্শকদের সামনে আসবেন ‘ড্রিম গার্ল’ হিসেবে। পরিচালক সাফিউদ্দিন সাফি পরিচালিত নতুন ছবি ‘ড্রিম গার্ল’-এর নাম ভূমিকায় দেখা যাবে তাকে। ছবিতে তার নায়ক হিসেবে থাকবেন শাকিব খান

এটি হবে শাকিব-মীম জুটির দ্বিতীয় ছবি। পরিচালক সাফিউদ্দিন সাফি বলেন, এ ছবির গল্প অনুযায়ীই মীমকে চূড়ান্ত করা হয়েছে। তাকে উপস্থাপনাও করা হবে প্রকৃত অর্থে ‘ড্রিম গার্ল’ হিসেবে। সঙ্গে থাকছেন শাকিব খান। এ দু’জনকে নিয়ে আমি চমৎকার একটি ছবি দর্শকদের উপহার দিতে পারবো বলে আশা করছি।’


মন্তব্য করুন