Select Page

অনলাইনে দেখে সিনেমা বিচার করবেন ফারুকী

অনলাইনে দেখে সিনেমা বিচার করবেন ফারুকী

Mostofa-Sarwar-Farooki

‌‘ডুব’র সম্পাদনা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন মোস্তফা সরয়ার ফারুকী। এর মাঝেই এলো একটি উৎসবে বিচারক হওয়ার প্রস্তাব। সিনেমার জন্য দেশের বাইরে যাওয়ার সুযোগ না থাকায় অনলাইনে ছবি দেখে নাম্বার দেবেন।

২৩ জুন দশদিনের জন্য যুক্তরাজ্যের লন্ডনে বসছে ইস্ট এন্ড ফিল্ম ফেস্টিভ্যাল। এ আয়োজনে ‘ফিচার ফিল্ম’ বিভাগে বিচারকের দায়িত্ব পালন করবেন ফারুকী।

উৎসবে উপস্থিত থাকতে না পারা প্রসঙ্গে তিনি বাংলামেইলকে বলেন, “ফিজিক্যালি আমি আমার আগামী সিনেমা ‘ডুব’র জন্য যেতে পারছি না। কিন্তু ফেস্টিভ্যালের আয়োজক যারা আছেন তারা আমাকে চূড়ান্ত পর্বে স্থান করে নেওয়া যে সিনেমাগুলো আছে সেগুলো ইন্টারনেটে দেখার একটি লিঙ্ক দিয়ে দিবেন। সেগুলো আমি তাদের দেয়া অনলাইন লিঙ্ক থেকে দেখে ফেস্টিভ্যালে ‘ফিচার ফিল্ম’ জুরিবোর্ডের আর যারা আছেন তাদের সাথে আলোচনা করে স্কোরিং করবো। মানে আমি স্বশরীরে উপস্থিত থাকছি না ঠিকই, কিন্তু জুরি হিসেবে যে কাজটা তা আমি এখান থেকেই করছি।”

‘ইস্ট এন্ড ফিল্ম ফেস্টিভ্যাল’র অন্য বিচারকরা হলেন টার্কিশ নির্মাতা টোলগা কারলিক, আমেরিকান অভিনেতা রন পার্লম্যান, অভিনেতা ও প্রযোজক কালিম আফতাব এবং ব্রিটিশ নির্মাতা সারাহ গেব্রন।

২০১৫ সালের শেষ দিকে ‘অ্যাপসা’য় বিচারক ও সেরাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার গৌরব অর্জন করেছিলেন ফারুকী।


Leave a reply