Select Page

অনিশ্চিত মাতাল, নায়ক’র মুক্তি: হল না পেয়ে মেঘকন্যার মামলা

অনিশ্চিত মাতাল, নায়ক’র মুক্তি: হল না পেয়ে মেঘকন্যার মামলা

# আগে একটি করে হলে মুক্তি দিয়ে চলতি সপ্তাহে বেশি হলে মুক্তি পাচ্ছে মাতাল ও নায়ক
# হল না পেয়ে সরে গেল আসমানী
# ষড়যন্ত্রের কথা বলে মামলা দিলেন মেঘকন্যা প্রযোজক
# মাতাল ও নায়ক নির্মাতা বলছেন, আদালতের কোনো নির্দেশনা পাননি

একাধিক সিনেমা মুক্তির ঘোষণা রয়েছে ১২ অক্টোবর। এর মধ্যে রয়েছে নতুন সিনেমা ‘মেঘকন্যা’ ও ‘আসমানী’ এবং একটি করে হলে আগে মুক্তি পাওয়া ‘মাতাল’ ও ‘নায়ক’। এ নিয়ে তৈরি হয়েছে জটিলতা। ‘আসমানী’ সরে গেলেও রেগে গিয়ে মামলা করে দিলেন ‘মেঘকন্যা’র প্রযোজক।

জানা গেছে, দেশের অধিকাংশ প্রেক্ষাগৃহে ‘মাতাল’ ও ‘নায়ক’ সিনেমা প্রদর্শিত হবে। এছাড়া অন্যান্য হলে শাকিব খানের একাধিক পুরোনো সিনেমা প্রদর্শিত হবে বলে জানা যায়।

দেশে প্রায় আড়াইশ প্রেক্ষাগৃহ রয়েছে। কিন্তু ‘মেঘকন্যা’ কোনো হল না পাওয়ায় মামলা দায়ের করেছে সিনেমাটির প্রযোজক। বুধবার সুপ্রিম কোর্ট স্টে অর্ডার করেন- ১২ অক্টোবর ‘মাতাল’ ও ‘নায়ক’ প্রেক্ষাগৃহে প্রদর্শন না করার।

প্রযোজক এ জেড এম জাহাঙ্গীর কবির বলেন, ‘‘এখন পর্যন্ত কোনো হল পাইনি। তবে ‘মাতাল’ ও ‘নায়ক’ যে হলগুলো পেয়েছে সেগুলোর কিছু হল এখন আমরা পাব বলে আশা করছি। আমরা ১২ অক্টোবর ‘মেঘকন্যা’ মুক্তি দিচ্ছি।’’

তবে ‘নায়ক’ ও ‘মাতাল’-এর নির্মাতারা জানান, সিনেমা বন্ধে কোনো চিঠি তারা পান না।মুক্তির প্রস্তুতি নিচ্ছেন।

তবে নির্মাতারা প্রযোজক সমিতির দুর্বলতার সুযোগ নিচ্ছেন বলে অনেকের মত। সমিতির নিয়মানুযায়ী ঈদ ছাড়া একই দিনে সর্বোচ্চ দুটি নতুন চলচ্চিত্র মুক্তি দেওয়া যাবে। তবে একই দিন নতুন চলচ্চিত্রের সঙ্গে একাধিক পুরোনো চলচ্চিত্র মুক্তিতে বাধা নেই। এ নিয়মে দেখিয়ে অনেকে নামমাত্র হলে সিনেমা মুক্তি দিয়ে- পরে অন্য সিনেমার সামনে বাধা তৈরি করে।

এদিকে একই দিন ‘নায়ক’ ও ‘মাতাল’ মুক্তি পেলে ১২ অক্টোবর ‘আসমানী’ মুক্তি দেবেন না বলে জানান চলচ্চিত্রটির পরিচালক সাখাওয়াত হোসেন।

সূত্র : রাইজিং বিডি


Leave a reply