Select Page

অনুদান পাওয়ার সাত বছর পর মুক্তি পাচ্ছে ‘আজব কারখানা’

অনুদান পাওয়ার সাত বছর পর মুক্তি পাচ্ছে ‘আজব কারখানা’

শবনম ফেরদৌসী পরিচালিত ‘আজব কারখানা’ ২০১৬-১৭ সালে বাংলাদেশ সরকারের অনুদানের জন্য নির্বাচিত হয়। এরপর একে একে কেটে গেল সাত বছর। এবার সিনেমাটির মুক্তির ঘোষণা এলো।

সামিয়া জামান প্রযোজিত ‘আজব কারখানা’ মুক্তি পাবে ১২ জুলাই। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ভারতের অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। এতে আরো অভিনয় করেছেন দিলরুবা দোয়েল, শাবনাজ সাদিয়া ইমি, খালিদ হাসান, হালিম বয়াতি, দিলু বয়াতি, কিতাব আলী, ক্রিস্টিয়ানো তন্ময়, মুনতাকা অর্পণ, মাইমুনা মমো ও মাহরিন মান্য।

‘আজব কারখানা’ চলচ্চিত্রের কাহিনি একজন রকস্টারের জীবনকে ঘিরে। রকস্টার রাজীব গ্রামবাংলার বাউলশিল্পীদের সংস্পর্শে এসে নিজের জীবনের নতুন অর্থ খুঁজতে শুরু করে। চলচ্চিত্রটিতে আবহমান বাংলার বিভিন্ন গানের ধারা, ঘরানা ও মর্মবাণী তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে আছে রক ও ফিউশন গান।

ছবিটিতে পাঁচটি মৌলিক গান রয়েছে। বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবি হেলাল হাফিজের কবিতা গান হিসেবে শোনা যাবে এ ছবিতে। এগুলোর মধ্যে তিনটি গানের সংগীতায়োজন করেছে ভাইকিংস, আরেকটি করেছেন লাবিক কামাল গৌরব। অন্য গানটি করেছে ব্যান্ড সেভেন মিনিটস। ছবির আবহ সংগীত পরিচালনা করেছেন লাবিক কামাল গৌরব।

‘আজব কারখানা’ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় ২০২২ সালে।

এদিকে ‘আজব কারখানা’ মুক্তির আগেই আরেকবার অনুদানের জন্য নির্বাচিত হয়েছে শবনম ফেরদৌসীর ‘মিহিন গাথা’। ২০২৩-২০২৪ অর্থবছরে সিনেমাটির জন্য ৭৫ লাখ টাকা অনুদান পেয়েছেন তিনি। এ ছবির পরিচালনা ও প্রযোজক দুই-ই শবনম ফেরদৌসী।


মন্তব্য করুন