অপারেশন জ্যাকপট নিয়ে সিনেমা
১৯৭১ সাল। ফ্রান্সে বসে স্বাধীনতার ঘোষনা শুনেন নয়জন বাঙ্গালী নৌ-সেনা। আগস্ট মাসে নয়জনসহ বড় একটি কমান্ডোদল প্রবেশ করে বাংলাদেশে। চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী চ্যানেলে পাকিস্তানী জাহাজের গায়ে মাইন স্থাপন করে নয়টি জাহাজ ধ্বংস করে দেন তারা। বাংলাদেশের ইতিহাসবিখ্যাত এই অভিযানের নাম ‘অপারেশন জ্যাকপট’। এই ঘটনা নিয়েই নির্মিত হবে সিনেমা।
সংসদ ভবনে অনুষ্ঠিত নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সম্প্রতি এ তথ্য প্রকাশ করা হয়। সিনেমা বানানোর উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। খবর দ্য রিপোর্ট।
সিনেমা নির্মানের জন্য কেবল প্রকল্প গৃহিত হয়েছে। নির্মান কাজ শুরু হতে আরও কিছুদিন সময় প্রয়োজন হবে। এ কারণে সিনেমা সংশ্লিষ্ট অন্য কোন তথ্য সরবরাহ করতে পারে নি বন্দর কর্তৃপক্ষ।