Select Page

অারিফিন শুভ ফ্যাক্ট – ৩

অারিফিন শুভ ফ্যাক্ট – ৩

dhaka-attack

গতকাল ও অাজকালের মধ্যে তফাত একটাই আজকের দিনটা গতকালের মতো নয়।লোকে ভাবে অাজকের দিনটা ভালো যাক গতদিনের চেয়ে।সচেতন মানুষের চেতনা এটাই। লোকে যখন কথা বলে তারকাদের নিয়ে ঐ কথাগুলোর ধাঁচ ডানে বামে মোড় নিলে তারকা কীভাবে সেটা নেয় তা খুব গুরুত্বপূর্ণ। অনেকেই অাছে অাগের কাজটা ভালো করলেও পরের কাজে মন বসাতে পারে না অাগের কাজের মতো। ব্যক্তিত্বের বৈশিষ্ট্যে ‘স্টেরিওটাইপ’ অনেককিছু থাকে যেগুলো মানসিকভাবে খারাপ লাগার কারণ হয় দর্শকের। দর্শককে স্বস্তি দেয় বা দেয়ার উপাদান অাছে এমন তারকা এখন খুব কম।

অারিফিন শুভ দর্শককে স্বস্তি দিচ্ছে বর্তমান দিনলিপিতে।

হয়তো অনেক সমালোচনা অাসবে প্রতিক্রিয়া হিশেবে।কিন্তু প্রতিক্রিয়া করার অাগে অারিফিন শুভ কীভাবে স্বস্তির কারণ সেটা দেখুন কী বলছি।অামি বলছি ‘ঢাকা অ্যাটাক‘-এর ফার্স্ট লুক এর পরের পরিস্থিতি নিয়ে।

অারিফিন শুভ মাল্টিস্টারার সিনেমায় কাজ করেছে। সিনেমার নাম ‘ঢাকা অ্যাটাক। ‘ঢাকা শহরের যৌথ বাহিনীর কাজ কীভাবে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে সেটার একটা ডকুমেন্টেশন এ ফার্স্ট লুকে অাছে।মাল্টিস্টারার সিনেমায় অারেফিন শুভ অাছে। অালমগীর, অাফজাল হোসেন তাদের মতো লিজেন্ডদের মাঝে অাজকের অারেফিন শুভ কাজ করছে। তার সমসাময়িক তারকাদের মধ্যে এবিএম সুমন, শিপন, নওশাবা, শতাব্দী ওয়াদুদ তাদের সাথে কাজ করেছে।অারেফিন শুভ এখানে সেকাল-একাল একটা মানদণ্ডে বড় ভূমিকা রেখেছে। এ যোগ্যতাটুকু বাকি যারা কাজ করছে ইন্ডাস্ট্রিতে তাদের থেকে সম্পূর্ণ অালাদা। কারণটা হচ্ছে, তার মধ্যে নিজস্বতা অাছে। সে নিজের ইমেজের প্রতি সচেতন। ভেঙে বললে দাঁড়ায় সে ২০১৬ তে এসে ‘ওয়ার্নিং’ জাতীয় সিনেমা করবে না। তার সময় ও দর্শক সেটা অাশা যেমন করে না তেমনি সে নিজেও ডিজার্ভ করে না। তার ক্যারিয়ারে ‘মৃত্যুপুরী, প্রেমী ও প্রেমী’ সিনেমা এই মুহূর্তে বাণিজ্যিক সিনেমার স্মার্ট সিলেকশন। তার পাশাপাশি ‘ঢাকা অ্যাটাক’ সম্পূর্ণ ডিফারেন্ট সিলেকশন।

‘selection politics’ নামে সাহিত্যে একটা টার্ম অাছে। এটা নির্দেশ করে একজন লেখকের কোন কোন রচনাগুলো সেই লেখককে যোগ্যভাবে তুলে ধরে।যদি সিলেকশনটি সিলেক্টিভ না হয় তবে সে লেখকের প্রতি সুবিচার হবে না অাবার সমালোচকের দৃষ্টিতে কিংবা ভালো-মন্দের দ্বন্দ্ব অনুযায়ী যদি সিলেকশনটা হয় তবে পলিটিক্স ঢুকে যায়। ঐ বিষয়টাই যদি একজন সিনেমা তারকার জন্য ব্যবহার করা হয় তবে একজন অারিফিন শুভকে তুলে ধরে এমন সিনেমা কোনগুলো? কোন সিনেমাগুলো অারিফিন শুভর কোয়ালিটিকে প্রেজেন্ট করে? ‘ছুঁয়ে দিলে মন, অস্তিত্ব, মুসাফির’ এ সিলেকশনগুলো থাকবে কারণ তার সময়ে সে অাধুনিক হতে চেয়েছে, পেরেছে হতে। অাধুনিকের যাত্রাটা অব্যাহত থাকছে অাপকামিং ‘মৃত্যুপুরী, প্রেমী ও প্রেমী, ঢাকা অ্যাটাক’ দিয়ে। এর মূলসূত্র নিজেকে পাল্টে ফেলা। ‘ঢাকা অ্যাটাক‘ এ শুভর লুক দেখলে সেটা সুস্পষ্ট হয় অার কিছু না ভাবলেও চলে। ‘হেটার’ বলে যে গোষ্ঠীটি অাছে তারা অারেফিন শুভকে বিশ্লেষণ করতে বা ‘পচানো’ জাতীয় কুতর্কে গেলে সেটা এ মুহূর্তে ঐ ‘selection politics’ এর অাওতায় পড়বে।কিন্তু এখন সেটা ধোপে টিকবে না।কারণটা অারিফিন শুভর সচেতনতা।

মানে কথা হচ্ছে অামি অামার বক্তব্যে যা বলতে চাচ্ছি সেটা পানির মতো গতিময়-‘একজন অারিফিন শুভ এই মুহূর্তে তার স্টারডমকে মেপে মেপে কাজে লাগানো তারকা যে তারকা দিন দিন উদাহরণ হয়ে উঠছে সমকালের অন্য তারকা এবং তার মতো যারা হতে চাইবে তাদের জন্য।’


মন্তব্য করুন