Select Page

‘আওয়াজ উডা’ গানের র‌্যাপার হান্নান রিমান্ডে

‘আওয়াজ উডা’ গানের র‌্যাপার হান্নান রিমান্ডে

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে হামলা ও সংবাদপত্রের ভাষ্য অনুযায়ী দুই শতাধিক মৃত্যুর ঘটনায় উত্তাল বাংলাদেশ। সেই কথা উঠে এসেছে র‌্যাপার হান্নানের ‘আওয়াজ উডা’ গানে। সম্প্রতি সেই গায়ক গ্রেফতার হয়েছেন ও তাদের নেয়া হয়েছে দুইদিনের রিমান্ডে। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন শোবিজ অঙ্গনের অনেকে।

বাংলা ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়, ১৮ জুলাই ‘আওয়াজ উডা’ নামের গানটি প্রকাশের পর রীতিমতো ভাইরাল। এই গানের জন্যই গত ২৫ জুলাই নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ। এর মধ্যে হান্নানকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

গানটি নিজের ফেসবুকে শেয়ার করে হান্নান ক্যাপশনে লিখেছিলেন, ‘আমরা কোনো সংস্থার বিরোধিতা করছি না। এর পরিবর্তে আমরা আমাদের সমবয়সীদের কণ্ঠকে প্রসারিত করতে চাই এবং আমাদের দেশকে প্রভাবিত করে এমন সমস্যাগুলোর ওপর আলোকপাত করতে চাই।’

হান্নানের গ্রেফতারের পর ইতোমধ্যে নারায়ণগঞ্জের আরেক র‍্যাপার মুহম্মদ শেজানের গ্রেফতারের বিষয়ে গুজব ছড়িয়ে পড়েছে। তিনিও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে একটি র‌্যাপ গান প্রকাশ করেন। গানটির নাম ‘কথা ক’। এই গানটি ইউটিউব ট্রেন্ডিংয়ে এখন অবস্থান করছে দুই নম্বরে।

সম্প্রতি ‘বায়ান্ন’ ও ‘বাংলা মা’ নামের আরও দুটি র‌্যাপ গান প্রকাশ পেয়েছে ইউটিউবে। এগুলোও রয়েছে ট্রেন্ডিংয়ে।

হান্নানের গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার খবরটি চাউর হতেই দেশের সংগীতশিল্পীসহ সাধারণ নাগরিকরা উদ্বেগ প্রকাশ করছেন। নেটিজেনসহ নড়েচড়ে বসেন শোবিজ অঙ্গনের মানুষেরাও। হান্নানকে গ্রেপ্তার ও রিমান্ডের নিন্দাও করছেন অনেকে।

দেশের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী হান্নানের গ্রেপ্তার ও রিমান্ড এর প্রতিবাদ জানিয়ে লিখেছেন, ‘আওয়াজ উডা’ গানের জন্য তারা শিল্পীকে গ্রেপ্তার করলো? ঠিকাছে, এবার আমরা সবাই গাইছি ‘আওয়াজ উডা’!

নির্মাতা শিহাব শাহীন লিখেছেন, ‘একটা গান লেখার জন্য দুইদিনের রিমান্ড! কই (ছাগল কান্ডের) মতিউরকে তো এ্যারেস্ট পর্যন্ত করলেন না!’

র‌্যাপার হান্নানের গ্রেপ্তার ও রিমান্ডে সংগীত সংগঠনগুলোর কাছে প্রশ্ন রেখে শিল্পী, সাংবাদিক তানভীর তারেক এক পোস্টে লিখেছেন,’গান গাইবার, গান লিখবার জন্য রিমান্ড! বাহ্। এমন দেশটিই তো চেয়েছিলাম। মতিউর, ছাগল কাণ্ড, ড্রাইভার, প্রশ্ন ফাঁস, আবু সাঈদকে গুলি করা পুলিশ কাউকেই বিনয়ের সাথেও এক্টু জিগাইলেন না! সংগীত সংগঠনগুলো নির্বিকার! শিল্পী সমাজও চুপ! কী অসাধারণ আমরা! কী অসাধারণ!’

তরুণ প্রজন্মের জনপ্রিয় ব্যান্ড ‘সোনার বাংলা সার্কাস’-এর ভোকাল প্রবর রিপন লিখেছেন,’গায়ককে বন্দী করা যায়, গানকে নয়। কেননা তা ইতিমধ্যে ছড়িয়ে গেছে হাওয়ায়। র‍্যাপার হান্নানের মুক্তি চাই।’

প্রশাসনের কাছে প্রশ্ন রেখে অভিনেতা খায়রুল বাসার লিখেছেন, ‘একজন গায়ক! আওয়াজ তোলায় গ্রেফতার এবং রিমান্ড! একজন হান্নান ৭১ থেকে ২৪ হয়ে নতুন ৭১ এর ইঙ্গিত দিচ্ছে। তাই তাই হচ্ছে না? হানা দিয়ে হান্নানদের আওয়াজ কোনদিন থামে নাই। এসব বন্ধ করেন, সমাধানের দিকে আগান, ন্যায্যতার সাথে মিলমিশ করেন। বোকার মতো এই আওয়াজের গলা চেপে ধরবেন না। এ আওয়াজ পলিউশন না ইলিউশন! এই আওয়াজ সংক্রামক।’

হান্নানকে দুই দিনের রিমান্ডে নেয়ার খবরটি শেয়ার করে অভিনেত্রী রোকাইয়া জাহান চমক প্রশ্ন রেখেছে,‘বাক স্বাধীনতা? গণতন্ত্র?’

সোহেল রানা মন্ডল লিখেছেন,’আপনি গান লিখতে, গাইতে পারবেন না, সিনেমা বানাইতে পারবেন, কবিতা লিখতে পারবেন না.. আপনার ন্যারেটিভের সাথে না মিললে জেল জুলুম করবেন… অধিকারের কথা, দাবি দাওয়া তুললে আপনাকে গুলি খেয়ে রাস্তায় পরে থাকতে হবে… রাজাকার ট্যাগ দিয়ে চেতনার আস্ফলন করবেন… এইটা কোন চেতনা কেউ একটু বুঝায়ে দিয়েন…. যারা এখনো চেতনা দন্ড নিয়া পুলিশিং করছেন… একটু ভাবেন…।’

এছাড়াও হান্নানের মুক্তি চেয়ে পোস্ট করেছেন সংগীতপরিচালক ইমন চৌধুরী থেকে শুরু করে নির্মাতা ফাখরুল আরেফিন, মাবরুর রশিদ বান্নাহ, অভিনেতা মোস্তফা মনোয়ার, দীপক কুমার সুমন, ইমতিয়াজ বর্ষণসহ অনেকে।


মন্তব্য করুন