Select Page

আখিদুলের চিকিৎসা সহায়তায় ‘ক্রাচের কর্নেল’

আখিদুলের চিকিৎসা সহায়তায় ‘ক্রাচের কর্নেল’

নাটকের দল বটতলার নবম প্রযোজনা ‘ক্রাচের কর্নেল’। চারুকলার শিক্ষার্থী আখিদুল ইসলামের চিকিৎসা সাহায্যার্থে নাটকটির বিশেষ প্রদর্শনী হবে। শুক্রবার সন্ধ্যা ৭টায় বেইলী রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ‘ক্রাচের কর্নেল’ মঞ্চস্থ হবে।

শাহাদুজ্জামানের একই নামের উপন্যাস থেকে নাট্যরূপ দিয়েছেন সামিনা লুৎফা নিত্রা ও সৌম্য সরকার। নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার।

‘ক্রাচের কর্নেল’ প্রসঙ্গে নির্দেশক আলী হায়দার বলেন, ‘এ নাটকের মাধ্যমে বটতলা উন্মোচন করতে চেয়েছে বাংলাদেশের ইতিহাসের এক অস্থির সময়কে। অনেক তর্ক-যুক্তির মাধ্যমেই এগিয়ে চলে নাটকটির গল্প।’
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ইমরান খান মুন্না, কাজী রোকসানা রুমা, সামিনা লুৎফা নিত্রা, তৌফিক হাসান ভূঁইয়া, বাকীরুল ইসলাম, পংকজ মজুমদার, ইভান রিয়াজ, ম. সাঈদ, নাফিজ বিন্দু, সবুজ সরকার, মনজুরুল ইসলাম রনি, গোলাম মাহবুব মাসুম, নাফিউল আহমেদ।

পোশাক পরিকল্পনা আছেন হুমায়রা আখতার, কোরিওগ্রাফিতে সামিনা লুৎফা নিত্রা, আলোকসজ্জায় খালিদ মাহমুদ সেজান ও আবহ সংগীত পরিকল্পনা করেছেন পিন্টু ঘোষ।


মন্তব্য করুন