Select Page

আগন্তুক/ ওয়েব ফিল্ম হিসেবে শুটিং, সিনেমা হয়ে মুক্তি

আগন্তুক/ ওয়েব ফিল্ম হিসেবে শুটিং, সিনেমা হয়ে মুক্তি

শ্যামল মাওলা ও পূজা চেরীকে নিয়ে ২০২২ সালে ওয়েব ফিল্ম ‘আগন্তুক’-এর শুটিং শুরু হয়। সে সময় ওয়েব ফিল্মটি নিয়ে গণমাধ্যমে খবরও বেরিয়েছিল। দীর্ঘ সময় নিয়ে তিন ধাপে ছবিটির শুটিং শেষ করা হয়। অবশেষে সেই ‘আগন্তুক’ সিনেমা হিসেবে মুক্তি পেয়েছে এবারের ঈদুল আজহায়। 

ছবির পরিচালক সুমন ধর বলেন, ‘প্রথম ধাপে শুটিং করার তিন দিনের মাথায় আমরা এটিকে সিনেমা আকারে নির্মাণের প্রস্তুতি নিই। সেই সময় ইউনিট আরও বড় করি। সিনেমা আকারে শুটিং শুরু করি। কিন্তু একটা পর্যায়ে গিয়ে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান এন্টারটেইনমেন্ট একাত্তর বাজেট সমস্যায় পড়ে। দুই ধাপ কাজ শেষ করার পর শুটিং বন্ধ হয়ে যায়। পরে আরেক প্রযোজনা প্রতিষ্ঠান অভি কথাচিত্র এসে বিনিয়োগ করে। ২০২৩ সালের শেষে এসে এর শুটিং শেষ হয়।’

শুরু থেকেই সিনেমার প্রচার-প্রচারণায় কোথাও পাওয়া যায়নি এর নায়িকা পূজা চেরীকে। ধারণা করা হচ্ছিল, ওয়েব ফিল্মের পারিশ্রমিক হিসেবে ছবির নায়িকা যে পারিশ্রমিক নিয়েছেন, সিনেমায় সেটি দ্বিগুণ হবে। সিনেমা ঘোষণা দেওয়ার পর নায়িকার পারিশ্রমিক বাড়েনি। সে কারণে নাকি ছবিটি নিয়ে নায়িকার কোনো প্রচার-প্রচারণায় দেখা যাচ্ছে না।

অবশেষে সিনেমাটি দেখতে হলে আসেন পূজা চেরী। এসে বলেন, ‘সত্যি কথা বলতে এই কাজটি আমরা ওয়েব ফিল্ম হিসেবেই শুরু করেছিলাম। হঠাৎ করে আমাদের টিমের মনে হলো এটা সিনেমা।  সাধারণ সিনেমা হয়ে যায় ওয়েব ফিল্মের মতো কিন্তু আমরা ওয়েব ফিল্ম করতে গিয়ে সিনেমা বানিয়ে ফেলেছি।  নিশ্চয় গল্পে সিনেমার মতো কিছু আছে বলেই এটা সিনেমা হয়ে গেছে। আশা করি, সিনেমাটি দর্শকরা পছন্দ করবেন।’

হল ভিজিটে গিয়ে আগন্তুক নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেও সিনেমা মুক্তির আগে পূজা ছিলেন নীরব। নায়িকার নীরবতা নিয়ে প্রশ্ন উঠেছিল তখন। সেই প্রশ্নেরও উত্তর দিয়েছেন অভিনেত্রী। পূজা বলেন, ‘প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কোনো সিনেমা মুক্তির ঘোষণার পর আমি নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি প্রচার করার। তবে, বিষয়টি নির্ভর করে প্রযোজক ও নির্মাতার ওপর। তাঁরা যখন বলবেন প্রচারে নামতে, তখন আমরা প্রচার করতে পারব। তাই প্রচারের বিষয়টি শিল্পীদের ওপর নির্ভর করে না। আমি নিজের জায়গা থেকে প্রচার করতেই পারি। কিন্তু অনুমতির একটি বিষয় থাকে। যখন থেকে অনুমতি পেয়েছি, তখন থেকেই প্রচার শুরু করেছি। সোশ্যাল মিডিয়ায় সিনেমার পোস্টার শেয়ার করেছি। বিভিন্ন হলে গিয়ে দর্শকের সঙ্গে মতবিনিময় করছি।’

প্রতি ঈদে নিয়মিত সিনেমা মুক্তি পেলেও অনেক দিন ধরেই ব্যবসাসফল হচ্ছে না পূজার সিনেমা। ব্যক্তিগত বিষয় নিয়েও সমালোচিত হয়েছেন তিনি। সব মিলিয়ে তাই পূজা তাঁর ক্যারিয়ারের মন্দ সময় পার করছেন বলে অনেকের ধারণা। তবে পূজা এটা মানতে নারাজ। তিনি জানিয়েছেন, সাধ্যের পুরোটা দিয়েই কাজ করেন তিনি। কিন্তু সব সময় ধামাকা নাও হতে পারে। বড় ধামাকা দেওয়ার জন্য সময় চাইলেন সবার কাছে। পূজা বলেন, ‘আমি নিজের সর্বোচ্চটা দিয়েই কাজ করে যাচ্ছি। কখন কী হবে সেটা সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানেন না। আমার ওপর ভরসা রাখেন, শিগগির ধামাকা কিছু আসছে। আমি সিনেমা জগতে লম্বা রেসের ঘোড়া হতে এসেছি। আমাকে সময় দেন, অবশ্যই সবাইকে ধামাকা দেব।’

অবশ্য ওয়েব ফিল্মকে সিনেমা হিসেবে মুক্তির এবারই প্রথম নয়। এর আগে চয়নিকা চৌধুরীর ‘কাগজের বউ’ এভাবে মুক্তি পায়। এছাড়া মাফিয়া ও সাত ভাই চম্পা নামের দুটি সিরিজ কয়েক পর্বের সিনেমায় বদলে গেছে।


মন্তব্য করুন