আগামী সপ্তাহেই অচেনা হৃদয়
আগামী ২২ মে মুক্তি পেতে যাচ্ছে ইমন, প্রসূ্ন আজাদ ও এবিএম সুমন অভিনীত অচেনা হৃদয়। ছবিটি পরিচালনা করেছেন এস আই খান। ছবিটি গত ১৭ এপ্রিল মুক্তি পাওয়ার কথা থাকলেও দেশের রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে তা পিছিয়ে গিয়েছিল।
২ অক্টোবর সেন্সরবোর্ডের আনকাট ছাড়পত্র পেয়েছে চলচ্চিত্রটি।
ছবির গল্প একই বিশ্ববিদ্যালয়ে পড়া দুজন শিক্ষার্থীর প্রেম। একই বিশ্ববিদ্যালয়ে সুমনও পড়াশোনা করে। সুমন একটু মাস্তান ধরনের। কিন্তু চাপা স্বভাবের। সুমন প্রসূনকে ভালোবাসলেও সে কিছুতেই তার প্রেমের কথা জানাতে পারেনা। ঘটনাক্রমে একদিন তুমুল মারামারি চলার সময়ে প্রসূনের সঙ্গে সুমনের চোখাচোখি হয়। এ দৃশ্য দেখে সুমনের প্রতি প্রসূনের এক ধরনের ঘৃণা জন্মায়। এভাবেই চলতে থাকে বিভিন্ন ঘটনা। ঘটনার আবর্তে আরও অনেক ঘটনার জন্ম নেয়। বাকীটা জানতে হলে চোখ রাখতে হবে প্রেক্ষাগৃহের পর্দায়।
পরিচালক এস আই খান বাংলামেইলকে বলেন, ‘এ পর্যন্ত আমরা ১২টি প্রেক্ষাগৃহ নিশ্চিত করেছি। আমাদের টার্গেট আছে ৩০-৩৫টি হলে ছবিটি মুক্তি দেওয়ার। এরপর দর্শক উপস্থিতি বুঝে আমরা সিদ্ধান্ত নিব।’
তিনি আরও জানান, ছবিটি দেশের বাহিরেও মুক্তি পাবে। জুনের তৃতীয় সপ্তাহে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, মালোয়েশিয়ায় ছবিটি মুক্তি পাবে।