আগের ছবিটি শুরু না করতেই দ্বিতীয়বার অনুদানের পরিচালক অলিক
রিয়াজ-পূর্ণিমা জুটিকে নিয়ে হৃদয়ের কথা ও আকাশছোঁয়া ভালোবাসার মতো ব্যবসাসফল ছবি বানিয়ে আলোচিত টেলিভিশনের নির্মাতা-অভিনেতা এস এ হক অলিক। যদিও তার পরের দুটি ছবি ততটা সাড়া পায়নি।
পরপর দু-বছর অনুদানের ছবির তালিকায় পরিচালক হিসেবে অলিকের নাম এসেছে। কিন্তু এক বছর আগে প্রথম সিনেমাটি অনুদান পেলেও এখনো শুটিং ফ্লোরে যায়নি।
২০১৯-২০ বছরেও অনুদানের ‘যোদ্ধা’ নামক ছবি নির্মাণ করার কথা অলিকের। করোনা পরিস্থিতির কারণে ছবিটির শুটিং শুরু করতে পারেননি বলে জানালেন সারা বাংলা ডটনেটকে। যদিও ওই বছরের কয়েকটি ছবির কাজ এগিয়ে গেছে অনেক দূর।
মঙ্গলবার ঘোষিত ২০২০-২১ বছরেও অনুদানের জন্য নির্বাচিত হয়েছে অলিকের একটি ছবি। নাম ‘গলুই’। এ ছবির জন্য প্রযোজক হিসেবে ৬০ লাখ টাকা অনুদান পেয়েছেন খোরশেদ আলম খসরু।
বলা হচ্ছে ‘নৌকা বাইচ, একজন মাঝির জীবন জীবিকা, প্রেম, ভালোবাসা ও এর মধ্য দিয়ে থেকে সমাজের প্রতিচ্ছবি নিয়ে এস এ হক অলিক বানাবেন ‘গলুই’।
এ প্রসঙ্গে অলিক বলেন, এখানে ‘গলুই’ নামটা রাখা হয়েছে নৌকা চালানোর জন্য গলুই লাগে তা থেকে। এখানে আমরা সম্প্রদায়ের কথা বলবো। বলবো দেশীয় ঐতিহ্য নৌকা বাইচের কথা। যা এখন বিলুপ্তপ্রায়। তা কীভাবে হারিয়ে যাচ্ছে সে গল্প তুলে আনার চেষ্টা থাকবে।
‘গলুই’ ছবির একটা অংশ জুড়ে নৌকা বাইচের দৃশ্য থাকবে। তা ধারণের জন্য বর্ষাকালই আদর্শ।
‘যোদ্ধা’ ও ‘গলুই’-এর মধ্যে কোন ছবিটি আগে নির্মাণ করবেন এখনো সিদ্ধান্ত নিতে পারেননি অলিক।
তিনি বলেন, ‘আমরা আসলে সপ্তাহখানেক পরে সিদ্ধান্ত নিবো কোন ছবিটা আগে শুরু করবো।’