আজীবন নিষিদ্ধের জবাবে পাঁচ সিনেমার ঘোষণা অনন্য মামুনের
অনন্য মামুনের সদস্যপদ স্থায়ীভাবে বাতিল করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। ১৬ জানুয়ারি সমিতির কার্যনির্বাহী বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ মাধ্যমকে একাধিক পরিচালক নিশ্চিত করেছেন। কিন্তু নিষিদ্ধের জবাবে পাঁচ সিনেমার ঘোষণা দিলেন আলোচিত নির্মাতা।
ওটিটি প্ল্যাটফর্মে সদ্য মুক্তিপ্রাপ্ত ‘নবাব এলএলবি’ সিনেমায় অশ্লীলতা ও পুলিশকে হেয় করার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন অনন্য মামুন।
এই প্রেক্ষিতে সমিতির একাধিক নেতা দাবি করেন, সম্প্রতি ঘটে যাওয়া মামলার রায়ের জন্য তারা অপেক্ষা করতে চান না। কারণ নিজেদের তদন্ত কমিটি ‘নবাব এলএলবি’ ছবিটি দেখেছে। তারপর এমন সিদ্ধান্ত নিয়েছে। এর আগেও মামুনের নামে অভিযোগ ছিল। তখন তার পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।
‘নবাব এলএলবি’ সিনেমায় অশ্লীলতা ও পুলিশকে হেয় করার অভিযোগে পর্নগ্রাফি আইনে রাজধানীর রমনা থানায় মামুন ও এক অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। পরে তাদের গ্রেফতারও করা হয়। বর্তমানে মামুন জামিনে আছেন।
এ দিন সন্ধ্যায় ফেসবুকে নিজের প্রোফাইল থেকে একটি স্ট্যাটাসে মামুন লেখেন, ‘‘পরিচালক সমিতির সদস্যপদ না থাকলে সিনেমা বানাতে পারবো না- কথাটি সত্য নয়। সমিতির সদস্য পদ না থাকলে আমি সংগঠনটির সুযোগ-সুবিধা পাব না। মোহাম্মদ জে…. নামের একজন পরিচালক আছেন যিনি ব্যক্তিগতভাবে আমাকে সহ্য করতে পারেন না। কারণ তার সিনেমাগুলো আমার কাছে অখাদ্য মনে হয়। আর ২০১৬ সালে ‘অস্তিত্ব’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান নুসরাত ইমরোজ তিশা এবং ২০১৯ সালে তারিক আনাম খান একই পুরস্কার পান ‘আবার বসন্ত’ সিনেমার জন্য। ছবিগুলো আমার পরিচালনায় নির্মিত। ইনশাআল্লাহ এবার ‘নবাব এলএল.বি’ সিনেমাতেও অনেক পুরস্কার আসবে। বলে রাখি, এ বছর অনন্য মামুন ৫টি সিনেমা বানাবে।’’
ছবিগুলোর নামও উল্লেখ করেন তিনি, “প্যাড, ক্রেজি, ঈদ মোবারক, ভাইজান ২ ও পাইলট। আমার মামলা টা শেষ হয়নি তাই মামলা নিয়ে কথা বলতে চাই না। সম্মান জানাই গুলজার ভাই, খোকন ভাই, লিপু ভাই খসরু ভাইকে। আর একটা কথা নেতা কাকে বলে সেটা জানতে হলে এসএ হক অলিক ও শহীদ্দুজামান সেলিম ভাইয়ের কাজ থেকে শিখার আছে। আমি দেখেছি কোন কারণ ছাড়া তারা আমাকে কত হেল্প করছে… আমি পরিচালক সমিতিকে সম্মান করি কিন্তু কিছু হিংসাপরায়ণ পরিচালককে না।“
বর্তমানে অনন্য মামুন পরিচালিত বন্ধন, সাইকো ও মেকআপ মুক্তির অপেক্ষায় আছে।
অনন্য মামুনের নামে এক আগে একাধিক অভিযোগ আসে। একবার সমিতির সদস্যপদ সাময়িকভাবে স্থগিতও হয়। তবে সোশ্যাল মিডিয়ায় নতুন ঘটনাটি হাস্যরস তৈরি করেছে। কারণ, একাধিক অশ্লীল সিনেমার নির্মাতাকে সমিতিতে রেখে ‘অশ্লীলতা’র অজুহাতে ব্যবস্থা নেওয়া হলো মামুনের বিরুদ্ধে!