আজীবন সদস্যপদ পেলেন চার নির্মাতা
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আজীবন সদস্যপদ পেলেন চার সিনিয়র পরিচালক। বুধবার বিএফডিসিতে এক সভায় তাদের আজীবন সদস্যপদ দেওয়া হয়। খবর রাইজিং বিডি।
নির্মাতা হলেন দেওয়ান নজরুল, আবদুল লতিফ বাচ্চু, মতিন রহমান ও নায়ক আলমগীর।
বাংলাদেশের চলচ্চিত্র পরিচালকদের সংগঠনটি প্রতি দুই বছর অন্তর কিছু সংখ্যক সদস্যকে আজীবন সদস্য করেন।
সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘প্রতি সেশনে আমরা কিছু সিনিয়র নির্মাতাদের আজীবন সদস্য করে থাকি। আজীবন সদস্য ১৫ জন ছিল। এর মধ্যে একজন মারা গেছেন। নতুন করে চারজন সদস্যকে আজীবন সদস্য করা হয়েছে। এখন আজীবন সদস্য সংখ্যা ১৮ জন।’
দেওয়ান নজরুল : সামাজিক অ্যাকশন সিনেমার অন্যতম রূপকার দেওয়ান নজরুল। ‘দোস্ত দুশমন’ নামক সিনেমা নির্মাণের মধ্যদিয়ে চলচ্চিত্রের যাত্রা শুরু করেন। এরপর ‘বারুদ’, ‘আসামী হাজির’, ‘ওস্তাদ সাগরেদ’, ‘জনি’, ‘ধর্ম আমার মা’, ‘কুরবানী’, ‘মাস্তান রাজা’, ‘কালিয়া’, ‘বাংলার নায়ক’-এর মতো বক্স অফিস কাঁপানো সিনেমা নির্মাণ করেন।
মতিন রহমান : আজিজুর রহমানের সহকারী হিসেবে যাত্রা শুরু করা মতিন রহমানের প্রথম সিনেমা ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘লাল কাজল’। অন্যান্য সিনেমার মধ্যে রয়েছে ‘চিৎকার’, ‘রাধা কৃষ্ণ’, ‘স্বর্গ নরক’, ‘জীবন ধারা’, ‘রাঙ্গা ভাবী’, ‘বীরাঙ্গনা সখিনা’, ‘অন্ধ বিশ্বাস’, ‘তোমাকে চাই’, ‘এ মন চায় যে’, ‘মন মানে না’, ‘বিয়ের ফুল’, ‘মাটির ফুল’, ‘নারীর মন’, ‘মহব্বত জিন্দাবাদ, ‘রাক্ষুসী’, ‘রং নাম্বার’ ‘তোমাকেই খুঁজছে’।
আলমগীর : চলচ্চিত্রাভিনেতা হিসেবেই অধিক পরিচিত আলমগীর। অভিনয়ের পাশাপাশি প্রযোজক, গায়ক ও পরিচালক হিসেবে সুনাম কুড়িয়েছেন। তিনি শ্রেষ্ঠ অভিনেতা ও শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা বিভাগে ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। ১৯৮৬ সালে ‘নিষ্পাপ’ শিরোনামের সিনেমা নির্মাণের মধ্য দিয়ে প্রথম পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তার নির্দেশনায় নির্মিত সর্বশেষ চলচ্চিত্র হচ্ছে ‘নির্মম’।
আবদুল লতিফ বাচ্চু : ‘যাদুর বাঁশি’, ‘নতুন বউ’, ‘মিস্টার মাওলা’-সহ অনেকে জনপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা তৈরি করে স্মরণীয় হয়ে আছেন বাচ্চু।