
আজীবন সম্মাননা পাচ্ছেন রাজ্জাক

রাজ্জাক বলেন, “একজন শিল্পী সাধারণ মানুষ কিংবা দর্শকের কাছ থেকে শুধু ভালোবাসা আর সম্মানই সব সময় আশা করে। ‘বাবিসাস’-এর পক্ষ থেকে যে সম্মাননা পেতে যাচ্ছি তা আমার জন্য সত্যিই অনেক আনন্দের।”
২৭ ডিসেম্বর বিকেল ৪টায় মিরপুর ইনডোর স্টেডিয়ামে ‘বাবিসাস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠিত হবে। ২০১২ সালে বাবিসাস আজীবন সম্মাননা পেয়েছিলেন প্রয়াত পরিচালক সুভাষ দত্ত।
রাজ্জাক ২০১১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সর্বশেষ আজীবন সম্মাননা লাভ করেন।