Select Page

আপত্তির মুখে ‘প্রেম কি বুঝিনি’

আপত্তির মুখে ‘প্রেম কি বুঝিনি’

prem-ki-bujini

সম্প্রতি ‘প্রেম কি বুঝিনি’ নিয়ে উঠা অভিযোগ নিয়ে প্রশ্ন করে প্রযোজনা সংস্থার তোপের মুখে পড়েছেন একজন সাংবাদিক। এবার তথ্য মন্ত্রণায়লয়ের আপত্তির মুখে সিনেমাটির সেন্সর স্থগিত হয়েছে।

অভিযোগ উঠেছে, চলচ্চিত্রটি যৌথ প্রযোজনার নীতি মানেনি। বিষয়টি খতিয়ে দেখতে গতকাল মঙ্গলবার চলচ্চিত্র সেন্সর বোর্ডকে নির্দেশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়। সে নির্দেশ আমলে নিয়ে বোর্ড চলচ্চিত্রটি যৌথ প্রযোজনার নিরীক্ষা কমিটিতে পাঠিয়েছে। ওই কমিটির অনাপত্তি পেলেই সেন্সর বোর্ড চলচ্চিত্রটি দেখবে।

‘প্রেম কি বুঝিনি’ প্রসঙ্গে সেন্সর বোর্ডের চেয়ারম্যান জালাল উদ্দীন এনটিভি অনলাইনকে বলেন, ‘বিভিন্ন পত্রপত্রিকার বরাতে আমরা জানতে পারি, ছবিটি যৌথ প্রযোজনার নিয়ম মানা নিয়ে সন্দেহ আছে। বিষয়টি তথ্য মন্ত্রণালয়ের নজরেও আসে। মন্ত্রণালয় থেকেই আমাদের প্রিভিউ স্থগিত করার নির্দেশ দেওয়া হয়। তিন কার্যদিবসের মধ্যে আমাদের বিষয়টি পরীক্ষা করে দেখার জন্য বলা হয়।’

এ কারণেই সেন্সর বোর্ডে প্রিভিউ স্থগিত করে ছবিটির একটি প্রিন্ট যৌথ প্রযোজনাবিষয়ক নিরীক্ষা কমিটিতে পাঠানো হয় বলে জানান জালাল উদ্দীন।

অভিযোগে বলা হয়েছে, ভারতের এস কে মুভিজ ও বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় ‘প্রেম কি বুঝিনি’ নির্মাণ করা হয়েছে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ভারতের পশ্চিমবঙ্গের নির্মাতা সুদীপ্ত সরকার। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ওম ও শুভশ্রী। উভয়েই ভারতের বাসিন্দা। যৌথ প্রযোজনার নীতি অনুযায়ী, চলচ্চিত্রের চরিত্রে বাংলাদেশ ও ভারতের সমান অংশীদরিত্ব থাকতে হবে। কারিগরি সংশ্লিষ্ট ব্যক্তিও থাকবে সমানুপাতিক হারে।

এদিকে যৌথ প্রযোজনা নিরীক্ষা কমিটির সদস্য ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ বলেন, ‘মোটামুটি সমানুপাতে আছে, তবে গুরুত্বপূর্ণ কোনো চরিত্রে বাংলাদেশি কেউ নেই। আর ছবির কোনো অংশেই বাংলাদেশ বা ভারত নেই। পুরোটাই যুক্তরাজ্যে করা, ছবির কাহিনীও যুক্তরাজ্যকেন্দ্রিক।’

আগামী তিন কার্যদিবসের মধ্যে ছবিটির ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে বলে জানান তিনি।

দুর্গাপূজা উপলক্ষে ৭ অক্টোবর মুক্তি পাওয়ার কথা ‘প্রেম কি বুঝিনি’র।


Leave a reply