Select Page

আফসানা মিমির নেতৃত্বে ফিল্ম ইন্সটিটিউট

আফসানা মিমির নেতৃত্বে ফিল্ম ইন্সটিটিউট

inaugural program of bangladesh film and television academy BFTAগুণী অভিনেত্রী এবং নির্দেশক আফসানা মিমি তার প্রথম চলচ্চিত্র রান এর কাজ শুরু করেছিলেন তিন বছর আগে। কিছুদিন শ্যুটিংও করেন ছবিটির। কিন্তু নানা কারণে শেষ পর্যন্ত ছবিটি নির্মিত হয় নি। হাল ছাড়েন নি মিমি, বরং এবার চলচ্চিত্র নির্মাতা ও কলাকুশলী তৈরীর দায়িত্ব নিয়েছেন। তার নেতৃত্বে পথ চলতে শুরু করেছে বাংলাদেশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন একাডেমি (বিএফটিএ)।

বাংলাদেশের সিনেমা এবং টেলিভিশন শিল্পের উন্নয়নের জন্য সরকারী উদ্যোগের পাশাপাশি বেসরকারী উদ্যোগে অবদান রাখার উদ্দেশ্য নিয়ে বিএফটিএ তার যাত্রা শুরু করেছে বুধবার থেকে। বিএফটিএ-র কার্যালয়ে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি।

বর্তমানে অভিনয় কোর্সে এক বছরের ডিপ্লোমা দিয়ে শুরু করলেও পরবর্তীতে চলচ্চিত্র ও টেলিভিশন সংক্রান্ত অন্যান্য বিষয়ে স্বল্প ও দীর্ঘমেয়াদী কোর্স, ডিপ্লোমা ইত্যাদি চালু করবে বিএফটিএ। এছাড়াও নিয়মিতভাবে গবেষনা, পত্রিকা ইত্যাদির পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির।

বিএফটিএ-র উপদেষ্টামন্ডলী মধ্যে রয়েছেন অভিনেতা ও নাট্য নির্দেশক আলী যাকের, লেখক অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, চলচ্চিত্রব্যক্তিত্ব এম এ আলমগীর, বিশিষ্ট ডিজাইনার চন্দ্রশেখর সাহা এবং বিজ্ঞাপন নির্মাতা পিপলু আর খান।

২০১৬ সাল থেকে বিএফটিএ-র নিয়মিত শিক্ষা কার্যক্রম শুরু হবে। আগামী ২১ নভেম্বর থেকে উত্তরার ১২ নাম্বার সেক্টরের ১ নং সড়কের ৯৪ নং বাড়িতে অবস্থিত বিএফটিএ কার্যালয় থেকে ভর্তির আবেদনপত্র সংগ্রহ করা যাবে।

তথ্যঃ এনটিভি


Leave a reply