Select Page

আফসারী-রনির প্রতিক্রিয়া দেখে অবাক ‘সাপলুডু’ পরিচালক

আফসারী-রনির প্রতিক্রিয়া দেখে অবাক ‘সাপলুডু’ পরিচালক

‘সাপলুডু’ নিয়ে মন্তব্য করে মালেক আফসারী ও শামীম আহমেদ রনির তীব্র সমালোচনার মুখে পড়েন আরিফিন শুভ। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন পরিচালক গোলাম সোহরাব দোদুল।

তিনি ফেসবুকে লেখেন- “সাপলুডুর পরের সপ্তাহে এটার আসার কথা ছিল। সাপলুডুর যে ফিডব্যাক হয়তো এজন্য তারা মুক্তি দিচ্ছে না।

এই দুটো বাক্য নিয়ে আমাদের সম্মানিত দুজন গুণী ও শ্রদ্ধাভাজন পরিচালক যেভাবে ভুল বুঝেছেন তা দেখে ব্যক্তিগত ভাবে আমি খুব অবাক হয়েছি। আমি ভেবেছিলাম কথাটি হয়তো তারা সাধারণ মানুষ যেভাবে নিয়েছে সেভাবে নিবে না। তারা তাদের প্রজ্ঞা, মনন ও ধীবুদ্ধি বলে কথার ইনার মিনিং টা বুঝতে পারবে। সাপলুডু ভালো চলছে দেখে সেটা যেন আরো ভালোভাবে চলতে পারে এজন্য শাহেনশাহ মুক্তি দেওয়া হচ্ছে না, ঠিক এটা মিন করেই শুভ কথাটি বলেছিল। আমার সাথে আলাপচারিতায় শুভ আমাকে সেটাই বলল। কিন্তু কিছু মিডিয়া এবং ফ্যানদের দৌরাত্বে আমাদের সম্মানিত ও আমার শ্রদ্ধাভাজন পরিচালকদ্বয় তা ভুল ভাবে নিলেন। আশা করছি তারা ব্যাপারটি ভুল ভাবে নিবেন না। শাকিব খান এখনো এদেশের সব থেকে বড় স্টার। তার নিজেকে প্রমানের কিছু নেই, তার নামেই সিনেমা চলে। সেখানে তার সিনেমা অন্য কারো ভয়ে পিছাবে এটা সম্পুর্ণ অবাস্তব। রনি শাকিব খানের সাথে এতো ভালোভালো কাজ উপহার দিয়েছেন, আফসারি চাচা ও আমাকে সাপলুডুর আগে উৎসাহ দিয়েছেন। বলেছেন তোমরা আসো, কাজ কর, ইন্ডাস্ট্রি এগিয়ে নিয়ে যাও। তাদের দেখেই আমার এ পথে চলার সাহস পাওয়া। আশা করছি এই ভুল বোঝাবুঝির অবসান হবে। মিস ইন্টারপ্রিট করার জন্য আসলে কাকে দায়ী করা হবে সেটাও বুঝতে পারছি না, তাই নিজের অনুভূতি ব্যাক্ত করলাম সবার সামনে।
সবার হাত ধরে চলচ্চিত্র এগিয়ে যাক।
ধন্যবাদ।
গোলাম সোহরাব দোদুল।”

দিন দুয়েক আগে একটি ভিডিও সাক্ষাৎকারে আরিফিন শুভ বলেন, হয়ত ‘সাপলুডু’র সাফল্যের কারণে পিছিয়ে গিয়েছে শাকিব খান অভিনীত ‘শাহেনশাহ’ ছবির মুক্তি। এরপর এক টিভি সাক্ষাৎকারে শুভ বলেন, পরিবেশ ভালো না হওয়ার কারণে ‘সাপলুডু’ দেখতে প্রত্যাশা অনুযায়ী মানুষ সিনেমা হলে আসছে না। এই নিয়ে খেপে যান দুই নির্মাতা।


Leave a reply