আবারও পুরস্কৃত ‘শুনতে কি পাও’!
কামার আহমাদ সাইমন তাঁর ‘শুনতে কি পাও!’ ছবিটির জন্য ‘দ্য এশিয়ান পিচ’ পুরস্কার লাভ করেছেন। সম্প্রতি ‘দ্য এশিয়ান পিচ’-এর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশিত হয়েছে।
এশিয়ার নতুন প্রতিভার সন্ধানে জাপানের এনএইচকে, কোরিয়ার কেবিএস, তাইওয়ানের পিটিএস এবং সিঙ্গাপুরের মিডিয়াকর্প যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে সিঙ্গাপুরে। জমাকৃত ১৬৪টি চিত্রনাট্য থেকে ১১টি চিত্রনাট্য বাছাই করা হয়। পরে জুরি বোর্ড এই তিনজন নির্মাতাকে বিজয়ী ঘোষণা করে।
ছবি তিনটি আয়োজনকারী চ্যানেলগুলো পরিবেশনের দায়িত্ব নিয়েছে।
সুন্দরবনের কোল ঘেঁষে ভদ্রা নদীর পাড়ে হারিয়ে যাওয়া জমি উদ্ধারের সংগ্রামে দোদুল্যমান একটি গ্রামের গল্প নিয়ে পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যছবি ‘শুনতে কি পাও!’ জলোচ্ছাসে জমি-জমা ঘর-বাড়ি হারিয়ে গ্রামের একমাত্র উঁচু জমি বেড়িবাঁধে আশ্রয় নেয় এক গ্রাম মানুষ। আর সেইদিন থেকে শুরু হয় তাদের ঘুরে দাঁড়ানোর গল্প, জীবনের প্রতি প্রগাঢ় ভালোবাসার গল্প।
এর আগে ছবিটি অনেকগুলো পুরষ্কার জিতেছে।