আবারও শাকিব-ববি
শাকিব খান ও ববির এনার্জি ডিংকসের বিজ্ঞাপনের জনপ্রিয়তা সকলের জানাই আছে। ইতিমধ্যে তারা জুটি বেঁধে কাজ শেষ করেছেন মালেক আফসারীর ‘ফুল অ্যান্ড ফাইনাল’ ছবিতে। নতুন খবর হলো তারা আবারও জুটি বেঁধে অভিনয় করছেন মনতাজুর রহমান আকবরের নতুন ছবিতে।
নতুন এই ছবিটির নাম ‘সালাম মালয়েশিয়া’। ছবিটির শুটিং শুরু হবে অক্টোবরের এক তারিখ থেকে। দেশে এর পাঁচ শতাংশ শুটিং হবে। বাকি কাজ হবে মালয়েশিয়ায়।
এখন দেখার পালা নতুন এই ছবিতে তাদের রসায়ন কেমন জমে!
সুত্র: কালের কন্ঠ