আবারো অসম মানের ছবি বিনিময়
সাফটা চুক্তির ভিত্তিতে কলকাতায় আবারো যাচ্ছে ঢালিউডের সিনেমা। কিন্তু মানের ক্ষেত্রে সেই পুরনো ঘটনার হেরফের হচ্ছে না। কলকাতার ঝকঝকে তকতকে সিনেমার বদলে যাচ্ছে ঢাকায় পাত্তা না পাওয়া সিনেমা। এবার ‘হরিপদ ব্যান্ডওয়ালা’র বদলে সেদেশে মুক্তি পাবে বাংলাদেশের ‘নগর মাস্তান’ ।
জাগো নিউজকে বাংলাদেশ চলচ্চিত্র পরিবেশক সমিতির সভাপতি মিয়াঁ আলাউদ্দিন বলেন, ‘দুটি ছবি দুই দেশের সিনেমা হলে মুক্তি পাবে এটা চূড়ান্ত। তবে এখনও তারিখ নির্ধারন হয়নি। হরিপদ ব্যান্ডওয়ালা বাংলাদেশে মুক্তি দিচ্ছে লায়ন ওভারসিজ ট্রেডিং লিমিটেড।’
শিগগিরই সেন্সরের জন্য জমা পড়বে ছবিটি।
‘হরিপদ ব্যান্ডওয়ালা’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ ও নুসরাত। গেল ডিসেম্বরে ছবিটি কলকাতায় মুক্তি পায়। রোমান্টিক কমেডি ঘরানারা নির্মিত হয়েছে এই ছবিটি। পরিচালনা করেছেন পথিকৃৎ বসু।
অন্যদিকে, রাকিবুল ইসলাম রাকিব পরিচালিত ‘নগর মাস্তান’-এ অভিনয় করেছেন শাহরিয়াজ, জায়েদ খান, পরীমনি। ছবিটি প্রযোজনা করেছেন শফিকুল ইসলাম।