আবার সেই তুই-তোকারি (ফার্স্টলুক)
কলকাতার সিনেমার অনুকরণে বাংলাদেশি সিনেমার গানে ‘তুই’ এখন অতি পরিচিত শব্দ। এখন ডায়লগেও তা শোনা যাচ্ছে। সেটা আবার দর্শকেরই উদ্দেশ্যে।
শামীম আহমেদ রনির অতি প্রতিক্ষীত ‘বসগিরি’র ফার্স্টলুকের শেষ সংলাপ ‘আবে আগে ট্রেলার দেখ, পুরা ফিলিম তো দেখবি সিনেমা হলে’। হিন্দি সিনেমার অতি পরিচিত সংলাপের অনুকরণে শাকিব ট্রেলার বললেও ইউটিউবে আপ হয়েছে অফিসিয়াল ফার্স্টলুক হিসেবে।
আগে-পরের কোনো সঙ্গতি ছাড়াই নির্মিত ট্রেলারটি শুক্রবার সন্ধ্যায় প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু কারিগরি ত্রুটির কারণে প্রকাশ হয় মাঝরাতে।
এমন বিড়ম্বনায় অনেকে ক্ষেপে গেলেও ট্রেলার দেখে প্রশংসার ফুলঝুরি ছোটাচ্ছেন শাকিব ভক্তরা। অনেকের মতে, প্রত্যাশার চেয়ে বেশি পেয়েছেন তারা।
জাপানি সিনেমার থিম সং ব্যবহার করা দেড় মিনিটের দৈর্ঘ্যের ভিডিওটিতে ‘বসগিরি’র ট্যাগলাইন হিসেবে লেখা হয়েছে ‘where the action ends’. যা মনে করিয়ে দেয় আলোচিত ‘শিকারি’ সিনেমার সংলাপ ‘সব খেল খতম’।
আরো অভিনয় করেছেন নবাগত শবনম বুবলি, অমিত হাসান ও রজতাভ দত্ত। ‘বসগিরি’ মুক্তি পাবে ঈদুল আজহায়।