Select Page

‘আমাদের যেসব সিনেমা কলকাতায় যাচ্ছে, কাকপক্ষীও দেখছে না’

‘আমাদের যেসব সিনেমা কলকাতায় যাচ্ছে, কাকপক্ষীও দেখছে না’

‌‘দুই দেশ মিলে যদি যৌথ প্রযোজনা করা যায় তাহলে খুব ভালো। তবে এ ক্ষেত্রে কিছুটা জটিলতাও আছে। আমরা যেহেতু একটা দেশ আর কলকাতা ভারতের একটা রিজিয়ন। তাই অনেক ফাঁকফোকর থেকে যায়। কিছু ক্ষেত্রে দেখা যায়, কলকাতার অনেক সিনেমা বাংলাদেশে চললেও আমাদের ভালো সিনেমা ওখানে ঠিকভাবে দেখানো হচ্ছে না। এটা খুবই দুঃখজনক। এটা কখনোই কাম্য নয়। সামঞ্জস্য থাকা প্রয়োজন। আমাদের এখান থেকে যেসব সিনেমা কলকাতায় যাচ্ছে, ওখানে কাকপক্ষীও দেখছে না। প্রযোজক পর্যায় থেকেও কোনো উদ্যোগ চোখে পড়ে না।’ – যৌথ প্রযোজনা নিয়ে প্রথম আলোকে বললেন জয়া আহসান

নিজের প্রযোজিত ‘দেবী’ সম্পর্কে বলেন, “আমাদের টার্গেট ছিল ৩৫ দিনে সিনেমার শুটিং শেষ করা। ১০ দিন বাকি থাকতেই কাজ শেষ করে ফেলেছি। প্রতিটা ডিপার্টমেন্ট এত ভালো কাজ করেছে যে বলার অপেক্ষা রাখে না। ‘মিসির আলী’ চরিত্রে চঞ্চলের কাছ থেকে খুব সমর্থন পেয়েছি। বিজ্ঞাপনের কিছু লোক নিয়ে কাজ করেছি। সবচেয়ে বড় সাপোর্ট সরকার থেকে পেয়েছি। যদিও আমি অংশীদার প্রযোজক, তারপরও সবচেয়ে বড় সহযোগিতা সরকারের।”

তিনি আরো জানান, ‌‘দেবী’র শুটিং-পরবর্তী অনেক কাজ এখনো বাকি। মুক্তিতে খুব একটা তাড়াহুড়োও করছেন না।

সম্প্রতি কলকাতায় জয়া অভিনীত ‘বিসর্জন’ সাফল্যের মুখ দেখেছে। জানালেন, ‘বৃষ্টি তোমাকে দিলাম’ নামে নতুন একটি সিনেমার ব্যাপারে কথা পাকা হয়ে আছে। চিরঞ্জিত, রাজেশ শর্মাও কাজ করেবেন এতে।

 


মন্তব্য করুন