‘আমার ছবি’র ৮০০ পর্বে মাহবুবা রহমান
চলচ্চিত্র সংশ্লিষ্টদের কর্ম ও জীবন নিয়ে টেলিভিশন অনুষ্ঠান ‘আমার ছবি’র যাত্রা শুরু হয় ২০০০ সালের ২ জানুয়ারি। এরপর পেরিয়েছে ১৭ বছর। এবার বাংলা চলচ্চিত্রের আর্কাইভ-খ্যাত অনুষ্ঠানটির ৮০০তম পর্ব প্রচার হবে।
এর প্রথম পর্বের অতিথি ছিলেন বাণিজ্যসফল চিত্রপরিচালক এ জে মিন্টু। ৮০০ পর্বের অতিথি হিসেবে এসেছেন বাংলাদেশের সঙ্গীতভূবনের তৎকালীন দেদীপ্যমান তারকা, প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর নেপথ্য কন্ঠশিল্পী মাহবুবা রহমান।
অনুষ্ঠানটি প্রসঙ্গে উপস্থাপক শফিউজ্জামান খান লোদী বলেন, ‘‘পরিকল্পনায় ভিন্নতা ও বিষয় বৈচিত্র্যের কারণে শুরু থেকেই বিভিন্ন মহলের স্বীকৃতি অর্জনে সক্ষম হয় ‘আমার ছবি’। অনুষ্ঠানটি এ যাবত অর্জন করেছে বাচসাসসহ বিভিন্ন সংস্থার পুরস্কার। চলচ্চিত্র সংশ্লিষ্টদের প্রামাণ্য সংগ্রহশালা হিসেবে ‘আমার ছবি’ অনুষ্ঠানটি পেয়েছে বেসরকারি আর্কাইভের খ্যাতি। আমাদের চলচ্চিত্র, সংস্কৃতির অতীত ইতিহাস সংগ্রহ এবং সংরক্ষণের পরিশ্রমসাধ্য সৃজনশীল অনুষ্ঠান ‘আমার ছবি’।’’
অনুষ্ঠানটির পরিকল্পনা, গ্রন্থনা ও নির্দেশনায় রয়েছেন শামীম আলম দীপেন ও শফিউজ্জামান খান লোদী। সম্পাদনায় এ কে আজাদ।। অনুষ্ঠানটি চ্যানেল আইতে প্রচার হচ্ছে প্রতি সোমবার সন্ধ্যা ৬টায়।