
আমিন খানের দুই ছবি

প্রথম ছবিটি সামাজিক অ্যাকশানর্মী আর দ্বিতীয় ঐতিহাসিক কাহিনী নিয়ে নির্মিত হচ্ছে। দুটি ছবিতে তার বিপরীতে আছেন যথাক্রমে নিপুণ ও নওশীন।
এ প্রসঙ্গে আমিন খান যায় যায় দিন’কে বলেন, ‘চলচ্চিত্রের সোনালী দিন আর নেই। তাই পেশাগত দৃষ্টি নিয়ে এতে আর অভিনয় করছি না। বিশেষ কোনো পরিচালকদের অনুরোধ রক্ষার্থেই কেবল টুকটাক কাজ করছি।’