Select Page

আমি ছাড়াও কিন্তু শাকিব ফ্লপ: অপু বিশ্বাস

আমি ছাড়াও কিন্তু শাকিব ফ্লপ: অপু বিশ্বাস

564405_594500670592009_1725488380_nnক্যারিয়ার, সাফল্য আর সংখ্যা বিচারে অপু বিশ্বাস দেশের শীর্ষ অভিনেত্রী। মাঝে বিরতির পর আবারও নিজেকে নতুনভাবে আলোচনায় এনেছেন কাজ দিয়েই। সাম্প্রতিক কাজের প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন বিনোদন প্রতিদিন-এর সাথে। শর্ষস্থানীয় দৈনিক ইত্তেফাকের পক্ষ থেকে সাক্ষাতকার নিয়েছেন তারিফ সৈয়দ। বিএমডিবি পাঠকদের জন্য দৈনিক ইত্তেফাকের ঋণ স্বীকারপূর্বক সাক্ষাতকারটি প্রকাশিত হলো-

এখন কোথায় আছেন? কী নিয়ে ব্যস্ত?

এখন টাঙ্গাইলের যমুনা রিসোর্টে। যেহেতু ঢাকার অবস্থা ভালো না। এ কারণে পুরো ইউনিটের শুটিং প্ল্যান বদলানো হয়েছে। আমাদের এখানে গান ও রোমান্টিক সিক্যুয়েন্সগুলো আগে করে নেওয়া হচ্ছে।

এখন আবারও নতুন করে ছবিতে ব্যস্ত হলেন। নতুন অনেক মুখের ভিড়েও নিজের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ কেমন লাগে?

আমি তো প্রতিযোগিতা মনে করছি না। কারণ, আমার আর শাকিবের অনস্ক্রিন কেমিস্ট্রি এখন এমন একটা অবস্থানে যে সহজে দর্শকদের কাছ থেকে এটা মুছে ফেলা সম্ভব না। আর এখন অনেক কাজ হচ্ছে। নতুনরা ওদের মতো করে এগোচ্ছে।

শাকিবের প্রথম প্রযোজনার ছবি ‘রাজা হ্যান্ডসাম’-এ একসাথে জুটি বেঁধে কাজ করছেন। এটির খবর বলুন?

এটা আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হবে। ঢাকা ও ঢাকার বাইরে মালয়েশিয়া এবং লন্ডনে ছবির কাজ হবে।

কিন্তু এই ছবিতে ববির অবস্থান নিয়ে নানা কথা শোনা যাচ্ছে। ববিই নাকি এই ছবির প্রধান নায়িকা?

তাই নাকি। শুনে মজা পেলাম। দেখুন প্রধান-অপ্রধান তো দর্শকেরা ঠিক করবে। ‘মোহাব্বাতে’ ছবিতে ঐশ্বরিয়া মাত্র কয়েক মিনিট স্ক্রিনে ছিলেন। এরপরও ঐশ্বরিয়াই কিন্তু ছবির মূল নায়িকা। তাই শাকিব-অপুকে দর্শক ছবিতে ১ মিনিট দেখলেও মূল নায়ক-নায়িকাই ভাবে। দর্শকদের কাছে আমার অবস্থান এমনই। আর আমার মনে হয় না ববি এমন বোকার মতো কথা বলবে আমার সম্পর্কে। ও একেবারেই নতুন। ওর এখনও অনেক পরীক্ষার বাকি।

হাতে ছবি সংখ্যা কয়টি?

এখন প্রায় হাফ ডজন চলচ্চিত্রে কাজ করছি। সবকটিই শাকিবের সাথে। দর্শকেরা চলচ্চিত্র জুটি বলতে এখন শুধু আমাদেরকেই বোঝে।

কিন্তু প্রেম-বিয়ে বিষয়ে শাকিবের সাথে আপনার অবস্থানগুলো নিয়ে কী বলবেন?

আমাদের দুজনার ভেতরে দারুণ এক প্রফেশনাল সম্পর্ক। যা দর্শকদের তৈরি। আমরা দুজন সেটাকেই মেনটেন করে চলেছি মাত্র।

চলচ্চিত্রে মাঝে বিরতি দিয়েছিলেন, খারাপ সময় গিয়েছিল। সেটা কি শাকিবের সাথে কাজ বন্ধ হয়ে যাওয়ার কারণে?

না তা হবে কেন। আমি নিজেকে তৈরি করেছি। যেমন ‘বাংলাদেশি আইডল’-এর আসরে আমি আর শাকিব যে নেচেছি তাতে অনেকে বিশ্বাসই করতে পারিনি, আমি নিজে এতটা শুকিয়েছি। সবাই এখন অন্য অপুকে দেখবে। আর আপনার কথার উত্তরে বলি, আমি ছাড়াও কিন্তু শাকিব ফ্লপ।

 


Leave a reply