‘আমি নেতা হবো’র হল তালিকা
শুক্রবার শাকিব খান ও বিদ্যা সিনহা মিম অভিনীত ‘আমি নেতা হবো’ মুক্তি পাচ্ছে সারাদেশের ১২০টির মতো হলে। সিনেমাটি পরিচালনা করেছেন উত্তম আকাশ, প্রযোজনায় আছে শাপলা মিডিয়া।
শাকিব-মিম ছাড়াও ছবিটিতে আরো অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, সাদেক বাচ্চু, সেলিম খান, ডিজে সোহেল, কাজী হায়াৎ প্রমুখ।
এবার দেখে নিন হল তালিকা—
ঢাকা : যমুনা ব্লকবাস্টার সিনেমাস, মধুমিতা, সনি, পুনম, চিত্রামহল, জোনাকি, আনন্দ, এশিয়া, জনতা, মুক্তি, সেনা অডিটোরিয়াম, গীত, বিজিবি, পূরবী, শাহীন, নিউ গুলশান, মতিমহল, চম্পাকলি, মোহনা ও সেনা অডিটোরিয়াম (সাভার)।
ঢাকার বাইরে : সত্যবতী-শেরপুর, উল্লাস-বীরগঞ্জ, দর্শন-ভৈরব, শাহীন-বল্লার বাজার, রজনীগন্ধা-চালা, রাজু-ঈশ্বরদী, সেনা অডিটোরিয়াম-ময়মনসিংহ, গ্যারিসন-দয়ারামপুর, আনন্দ-কুলিয়ার চর, দিনার-কেশর হাট, হ্যাপি-লক্ষ্মীপুর, জনতা-জলঢাকা, সাগর-কালিয়াকৈর, বাবু টকিজ-কিশোরগঞ্জ, চলন্তিকা-গোপালদী, আলমডাঙ্গা টকিজ-আলমডাঙ্গা, ছন্দা-পটিয়া।
আনামিকা-পিরোজপুর, ঝংকার-বকশীগঞ্জ, লাইট হাউস-পারুলিয়া, মুন-হোমনা, আনন্দ-তানোর, সনি-ইসলামপুর, বনলতা-ফরিদপুর, ভাই ভাই-দেওয়ানগঞ্জ, মনোয়ার-ফরিদপুর, রূপকথা-পাবনা, ফাল্গুনী-নাগরপুর, ভাই ভাই-সখিপুর, পান্না-মুক্তারপুর, মানসী-কিশোরগঞ্জ, হীরক-গোবিন্দগঞ্জ, উপহার-রাজশাহী, মানসী-খোকসা, চাঁদ মহল-কাচঁপুর, সিক্তা-ধনুট, খোমটা-দুর্গাপুর, অভিরুচি-বরিশাল, পুর্বাশা-সান্তাহার, কানন-ফেনী, নন্দিতা-সিলেট, কেয়া-টাঙ্গাইল, আলীম-মঠবাডীয়া, গুলশান-নারায়ণগঞ্জ, কল্লোল-মধুপুর, মুক্তি-চান্দাইকোনা, মমতাজ-সিরাজগঞ্জ, কাজলী-মতলব, মেহেরপুর-মেহেরপুর, ঝর্ণা-দাউদকান্দি, মমতাজ মহল-নীলফামারী।
সান্তনা-হাজীগঞ্জ, নসীব-সাপাহার, রূপালী সিনেমা-কুমিল্লা, কোহিনুর-চাদঁপুর, আলতা-আক্কেলপুর, গ্যারিসন-কুমিল্লা, ঝংকার-পাঁচদোনা, সোনালী-ঘোড়াঘাট, অবসর-সৈয়দপুর, আলমাস-চট্টগ্রাম, ছন্দা-কালিগঞ্জ, ছবিঘর-ঝিনাইদহ, গৌরি-শাহজাদপুর, রংধনু-নজিপুর, শঙ্খ-খুলনা, চিত্রালী-খুলনা, ভিক্টোরিয়া-শ্রীমঙ্গল, চন্দ্রিমা-শ্রীপুর, রাজমনি-বোরহানউদ্দিন, বনানী-কুষ্টিয়া, সাধনা-রাজবাড়ী।
চিত্রবানী-গোপালগঞ্জ, আলতা-সরিষাবাড়ী, উর্বশী-ফুলবাড়ী, রুনা-চালাকচর, নবীন-মানিকগঞ্জ, আনন্দ-কুলিয়ারচর, লাবনী-সাতক্ষীরা, চান্দনা-জয়দেবপুর, পৃথিবী-জয়পুরহাট, মৌচাক-ভাঙ্গুরা, তুলি-নাভারন, রাজিয়া-সদরপুর, বৈশাখী-বাউফল, নবীন-নবীনগর, স্বর্ণমহল-রুপসী, পালকী-চান্দিনা, প্রিয়া-গৌরিপুর, মৌসুমী-পাকুন্দিয়া, মল্লিক-উল্লাপাড়া, সোনালী-টেকের হাট, তিতাস-পটুয়াখালী, রুমা-মুক্তাগাছা ও পুর্বাশা-মাগুরা।