Select Page

‘আয়নাবাজি’তে শিক্ষা হয়নি, একইভাবে লিক ‘রিকশা গার্ল’!

‘আয়নাবাজি’তে শিক্ষা হয়নি, একইভাবে লিক ‘রিকশা গার্ল’!

অমিতাভ রেজা চৌধুরীর অতিপ্রতিক্ষীত ‘রিকশা গার্ল’ লিক হয়ে গেছে অনলাইনে। এর আগে প্রায় একই প্রক্রিয়ায় তার প্রথম সিনেমা ‘আয়নাবাজি’ ফাঁস হয়ে যায় বাংলাদেশে।

বিডিনিউজ টোয়েন্টিফোর জানায়, আগামী ফেব্রুয়ারিতে মুক্তির কথা থাকলেও এর দুই মাস আগেই চোরা পথে অনলাইনে চলে এসেছে সিনেমাটি। এ বিষয়ে পরিচালকের মন্তব্যও জুড়ে দেয়া হয় প্রতিবেদনে।

অমিতাভ রেজা পাইরেটেড হওয়ার কথা স্বীকার করে বলেন, “হ্যাঁ, সিনেমাটা পাইরেসির শিকার হয়েছে। আমরা চেষ্টা করছি ওই সাইট থেকে নামানোর। কিন্তু টরেন্ট সাইটগুলোতে আপলোড হওয়া ফাইল নামানোর উপায় নেই বললেই চলে।”

কীভাবে পাইরেটেড হল- জানতে চাইলে তিনি বলেন, “ছবিটি অ্যাপল টিভিতে আপলোড করা আছে। ওখান থেকেই কেউ হয়ত ডাউনলোড করে টরেন্ট সাইটগুলোতে আপলোড করছে।”

২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর মুক্তি পায় অমিতাভের ‘আয়নাবাজি’। প্রথমে কম প্রেক্ষাগৃহ পেয়েও পরবর্তী সপ্তাহগুলোতে তরতর করে বাড়তে থাকে। এর মাঝে মোবাইল সেবা প্রতিষ্ঠান রবিতে টাকা বিনিময়ে দেখার সুযোগ দেয়ার পরপরই ফাঁস হয়ে যায়, প্রেক্ষাগৃহে কম থাকে দর্শক।

ওই সময় প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, ‌‘আয়নাবাজি’ ছবির দর্শক–আগ্রহের পারদ যখন ঊর্ধ্বমুখী, ঠিক তখনই এল একটি দুঃসংবাদ। ২০ অক্টোবর রাতে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি টেলিভিশন-এ আপলোড করা হয় পুরো ছবিটি। এরপর সেখান থেকে অনলাইনে ফাঁস হয়ে যায় ছবিটি। এমনকি ফেসবুক লাইভেও চলে আসে আয়নাবাজি।

‘আয়নাবাজি’ ছবির দৃশ্য

সংবাদমাধ্যমটিকে ফাঁসের প্রতিক্রিয়ায় বলাকা সিনেওয়ার্ল্ডের সহকারী ব্যবস্থাপক আকতার হোসেন বলেন, ‘আয়নাবাজি ছবিটির মাধ্যমে আমরা আশার আলো দেখছিলাম। মুক্তির পর থেকে আয়নাবাজি ছবির প্রতিদিনের আয় থাকত ১ লাখ ৪০ থেকে ৫০ হাজার টাকা। আর গত দুই দিন ১ লাখও অতিক্রম করেনি।’

এখন ‘রিকশা গার্ল’-এর পাইরেসি নিয়ে ব্যবস্থা প্রসঙ্গে অমিতাভ বলেন, “যারা এসব অপরাধের সঙ্গে জড়িত, তারা খুবই কারিগরি দক্ষ হয়ে থাকে। এদের থামানোর উপায় কম। বিশ্বের বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠান এদের বিরুদ্ধে কিছুই করতে পারছে না।”

২০২১ সালের আলোচিত চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর’ মুক্তির আগে পাইরেসির কবলে পড়ে। অস্ট্রেলিয়ার একটি উৎসবের অনলাইন প্রদর্শনী থেকে ফাঁস হয়ে যায় ছবিটি। এছাড়া রুবাইয়াত হোসেনের ‘মেড ইন বাংলাদেশ’ বা ‌‘শিমু’ও আমাজন প্রাইম ভিডিও থেকে পাইরেসির কবলে পড়ে।

ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিন্সের উপন্যাস থেকে ‘রিকশা গার্ল’ বানিয়েছেন অমিতাভ রেজা। ইতোমধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার ঝুলিতে ভরেছে সিনেমাটি। ঢাকা লিট ফেস্টের তৃতীয় দিনে প্রদর্শনী ছিল রিকশা গার্লের। অভিনয় করেছেন নভেরা রহমান, অ্যালেন শুভ্র, নাসির উদ্দিন খান, চম্পাসহ অনেকে।


Leave a reply