আরো কঠোর হলো বয়কট
১৮টি সংগঠনের প্লাটফর্ম বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের বয়কট সত্ত্বেও শাকিব খানকে নিয়ে সম্প্রতি সরব হয়েছেন অসমাপ্ত বা আগে চুক্তিবদ্ধ হওয়া সিনেমা নির্মাতারা। কিন্তু নতুন ঘোষণায় জানা গেল, সব ছবিতেই থাকছে এ বয়কট।
মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটা জানায় বাংলাদেশ চলচ্চিত্র পরিবার। এই প্লাটফর্মের আওতায় থাকা সংগঠনসমূহের কোনো সদস্যই শাকিবের সিনেমায় অংশগ্রহণ করবেন না। যা নতুন ও পুরাতন সব সিনেমার ক্ষেত্রেই প্রযোজ্য।
এ প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সংগঠনের আহ্বায়ক অভিনেতা আকবর হোসেন পাঠান (ফারুক) ও সদস্য সচিব পরিচালক বদিউল আলম খোকন।
সোমবার সন্ধ্যায় চলচ্চিত্র পরিবারের এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেন নেতারা।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘গেল ২৩ জুন বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের আলোচনার প্রেক্ষিতে প্রতীয়মান হয়েছে, যৌথ প্রযোজনা নিয়ে শাকিব খান বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক ফারুকসহ অন্যদের উদ্দেশ্য করে যে বক্তব্য দিয়েছেন সেটা গুরুতর অপরাধ। যার প্রেক্ষিতে বাংলাদেশ চলচ্চিত্র পরিবার এমন সিন্ধান্ত নিয়েছে।’
মূলত যৌথ প্রযোজনার ‘নবাব’ ও ‘বস টু’কে কেন্দ্র করে এ জটিলতার শুরু হয়। ঈদের আগে সিনেমা দুটিকে ‘যৌথ প্রতারণা’ উল্লেখ করে আন্দোলনে নামে চলচ্চিত্র পরিবার। ওই সময় চলচ্চিত্র পরিবারের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিতর্কিত মন্তব্য করেন শাকিব। সেই প্রেক্ষিতে তাকে বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়।
এর মাস দুয়েক আগে চলচ্চিত্র পরিচালকদের ‘বেকার’ বলায় একদফা বয়কটের শিকার হন শাকিব। পরে দুঃখ প্রকাশ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এদিকে সম্প্রতি শাকিব খানকে নিয়ে একাধিক সিনেমা নির্মাণের ঘোষণা দেন পরিচালক উত্তম আকাশ। এ নির্মাতার দাবি, বয়কটের আগে শাকিব সিনেমাগুলোতে চুক্তিবদ্ধ হয়েছেন। এছাড়া ‘অপারেশন অগ্নিপথ’সহ বেশ কিছু অসমাপ্ত সিনেমার নির্মাতা শাকিবের শিডিউলের অপেক্ষায় আছেন।