আর ইউ পম গানা: অনন্তই ঠিক ছিলেন
অশালীন আচরণে বিরক্ত হয়ে একবার অনন্ত জলিল বলেছিলেন, ‘আর ইউ পম গানা?’ বাংলাদেশে আফ্রিকার দেশটি ‘ঘানা’ নামে পরিচিত হওয়ায় ভীষণ ট্রলের মুখে পড়েন নায়ক-প্রযোজক। অথচ তার উচ্চারণটিই ঠিক ছিল।
সম্প্রতি বাংলা ট্রিবিউনে রেনেসাঁ ব্র্যান্ডের পিলু খানের সাক্ষাৎকারে বিষয়টি ওঠে এসেছে। এই সংগীত ব্যক্তিত্ব বছর খানেক ধরে দেশটিতে রয়েছেন।
একটা সময় সামাজিক যোগাযোগমাধ্যমে খুব ট্রল হয়েছিল, আর ইউ পম গানা? সেখানে গিয়ে কি সেই ট্রলের কথা মনে পড়েছিল?— জবাবে পিলু খান বলেন, হ্যাঁ, মনে পড়েছে (হাসি)। সম্ভবত আমাদের দেশের একজন চিত্রনায়ক এটা বলেছিলেন। আসলে আমরা বাংলাতে ‘ঘানা’ বললেও এখানে উচ্চারণ করা হয় ‘গানা’!
‘আজ যে শিশু’, ‘সময় যেন কাটে না’ বা ‘হে বাংলাদেশ, ‘তোমার বয়স হলো কত’র মতো গানের সুর তৈরি হয়েছে পিলু খানের হাত ধরে। তার সুরের বুননে এসেছে ‘আকাশ আমার জোছনা আমার’, ‘এদিন তো রবে না’র মতো অসংখ্য গান। চার দশক ধরে নেপথ্যে কাজ করে চলেছেন ব্যান্ড রেনেসাঁর হয়ে। বেশ কয়েক বছর হলো আছেন প্রবাসে। বর্তমানে বাস করছেন আফ্রিকান দেশ ঘানায়।
তার স্ত্রী নেসলে’র এইচআর কর্মকর্তা। এখন তার পোস্টিং ঘানার আক্রাতে। এ কারণে সেখানে আছেন পিলু। এর আগে তারা ২০১৭ সাল থেকে মালয়েশিয়ায় ছিলেন চার বছর।