আলোচনায় শাকিব খান
ঢালিউড চলচ্চিত্রে এক নাম্বার অবস্থানটি তার। এ কারণে তাকে নিয়ে আলোচনা হওয়াটাই স্বাভাবিক। তবে সাম্প্রতিক সময়ে তিনি আলোচনায় এসেছেন পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী চলচ্চিত্রে তার সহঅভিনেত্রী জয়া আহসানকে নিয়ে করা মন্তব্যের কারনে। একই সাথে বাংলাদেশের চলচ্চিত্র শিল্প নিয়ে বিভিন্ন মতামতের কারণে শাকিব খান এখন আলোচনার তুঙ্গে।
সম্প্রতি প্রথম আলোর সাথে চলচ্চিত্রের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। কথা বলেছেন ভারতে সম্প্রতি মুক্তি পাওয়া জয়া অভিনীত চলচ্চিত্র রাজকাহিনী নিয়েও। তার মতে – রাজকাহিনী’ ছবিতে জয়া আহসানের এমন দৃশ্যে অভিনয়ের কোনো দরকারই ছিল না। রাজকাহিনী চলচ্চিত্রের বিশেষ একটি দৃশ্যের দিকে ইঙ্গিত করে শাকিব বলেন, ‘একটা বিষয়ে কারও কোনো সন্দেহ নেই যে, জয়া আহসান বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রী। সামাজিকভাবেও তিনি সবার কাছে ইতিবাচক একটা ভাবমূর্তি ধরে রাখতে পেরেছেন। কিন্তু ‘রাজকাহিনী’ ছবির এই জয়া আহসান আমার কাছে একেবারেই অপরিচিত। ছবিতে এমন একটি দৃশ্যে অভিনয়ের তাঁর কী এমন দরকার ছিল, তা আমি আসলেই বুঝতে পারিনি।’
তার এই মন্তব্যে তারই অভিনীত পুরাতন চলচ্চিত্রগুলোর কথা মনে করিয়ে দিচ্ছেন দর্শক ও ইন্ডাস্ট্রির বোদ্ধাগন। চলচ্চিত্রে অশ্লীলতার যুগে শাকিব খানের সাথে জুটি বেধে অশ্লীলতার দায়ে অভিযুক্ত অনেক নায়িকাই অভিনয় করেছেন। তার অভিনীত বেশ কিছু চলচ্চিত্র অশ্লীলতার অভিযোগে অভিযুক্ত। অবশ্য তখন তিনি ঢালিউডের এক নাম্বার নায়ক ছিলেন না, অনেক ছবিতেই তিনি পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন। এখন এক নাম্বার অবস্থানে পৌছে তিনি কি তার অতীত ভুলে গিয়েছেন – এ প্রশ্ন তুলছেন অনেকেই। তিনি রাজকাহিনী চলচ্চিত্রে জয়ার ছোট চরিত্রে অভিনয়ের সমালোচনাও করেছেন।
শাকিব খান তার সাক্ষাতকারে কলকাতার ছবিতে বাংলাদেশি অভিনেতাদের কাজ করার প্রবণতা এবং এদেশে ভারতীয় ছবি প্রদর্শনের বিষয় সম্পর্কেও তার মতামত ব্যক্ত করেন। ‘কলকাতা থেকে কোনো প্রস্তাব পেলেই আমাদের এখানকার অনেকের আর কোনো হুঁশ থাকে না। মনে হয়, তাঁরা যেন বিশ্ব জয় করে ফেলেছেন! মনে মনে তাঁরা ভাবতে থাকেন, বাহ্ আমি তো কলকাতায় সুযোগ পেয়ে গেলাম। খুব শিগগিরই বলিউডেও জায়গা করে নেব। আসলে কি বিষয়টা এতটাই সহজ!’
সরকার ভারতীয় ছবি আমদানি করতে চান এমন অভিযোগ জানিয়ে শাকিব বলেন, তাঁরা ভারতের ছবি আনতে চান, এটা সরাসরি বলে দিলেই পারেন। যদি এটাই হয়, তাহলে একদিন এই চলচ্চিত্র থেকে সরে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। তবে এটাও বলে রাখছি, সারা দেশের মানুষকে নিয়ে যেকোনো মূল্যে এ দেশে ‘হিন্দি ছবির আগমন’ রুখবই।’
কিছুদিন পূর্বে চিত্রনাট্যকার আবদুল্লাহ জহির বাবুর একটি সাক্ষাতকার সিনেমাপ্রেমিদের মাঝে বেশ আলোড়ন তুলেছিল। এবার শাকিব খানের এমন সরাসরি কথাবার্তা নতুন আলোচনার জন্ম দিল।