আশাবাদে শুরু ‘রাজকুমার’, হতাশায় সমাপ্তি
‘প্রিয়তমা’র ব্যাপক সাফল্যের পর শাকিব খান, হিমেল আশরাফ ও আরশাদ আদনান এই নায়ক-পরিচালক-প্রযোজক ত্রয়ীর ছবি ‘রাজকুমার’ নিয়ে আশা থাকবে এটাই স্বাভাবিক। ঈদের ছবি হিসেবেও এটি সবচেয়ে বেশি চর্চিত হয়েছে। শাকিব খানের স্টারডমের ওপর ভর করে হিমেল আশরাফ আজ সফল পরিচালত এটা যেমন সত্য, তেমনি হিমেলকে পেয়ে শাকিবও নিজের ক্যারিয়ারের বিশাল ছায়া খুঁজে পেয়েছেন। এটা অবশ্যই হিমেল আশরাফের কৃতিত্ব, পরিচালক হিসেবে তিনি আরো সফল হোন এটাই প্রত্যাশা।
চলে যাই, রাজকুমারের গল্পে। পাবনার এক মিষ্টি গ্রামের চঞ্চল ছেলে শাকিব খান, তার একটাই স্বপ্ন আমেরিকার যাবে। কিন্তু বাবা তারিক আনাম খানের আপত্তি, অবশেষে মান-অভিমানের পাঠ চুকিয়ে নায়িকা কোর্টনি কফির সাহায্যে পাড়ি জমায় আমেরিকায়। তখন ধীরে ধীরে জানা যায়, কেন সবকিছু ছেড়ে এই বিদেশ বিভূঁইয়ে এসেছেন। কমেডি, প্রেমের পর গল্প চলে যায় আবেগময় পর্যায়ে।
হিমেল আশরাফ ছবিটির যে মূল গল্প সেটা অবশ্যই ভালো, যার কারণে শুরু থেকেই দেখার আগ্রহ জাগে। পাবনার পর আমেরিকার অংশেও ছবিটি আগ্রহ ধরে রাখে, মনে হচ্ছিল উপভোগ্য একটি ছবি পেতে যাচ্ছি। ছবির নামের সার্থকতাও খুঁজে পাওয়া গেছে গল্পে। গ্রা
মের চঞ্চল শাকিবকে ঠিকঠাক না মানালেও আমেরিকার শাকিব বা পরের আবেগময় অংশে শাকিব খানকে খুবই ভালো লেগেছে। তারিক আনাম, দিলারা জামান, এজাজ, এরফান মৃধা, সাদ্দাম সবাই যার যার মতো করে ভালোই। আহমেদ শরীফের অংশে চমক না গিয়ে উপায় ছিল না, একেবারেই অপ্রত্যাশিত। উনাকে নিয়ে স্বপ্নদৃশ্যটা খুবই সুন্দর।
শেখ রাজিবুলের ক্যামেরায় পাবনার নৈসর্গিক থেকে বরফ ঢাকা আমেরিকাকে ভালো লেগেছে। গানগুলো আহামরি নয়, ‘রাজকুমার’ গানটা তো বিরক্তিই এনে দিয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকের ব্যবহারে আরো সচেতন থাকা উচিত ছিল।
কিন্তু ছবিটি উপভোগে বাধ সাধে নায়কের শৈশবের গল্প যখন পর্দায় দেখানো শুরু হয়। এই অংশে রাজকুমারের বাবা ও মায়ের চরিত্রে অভিনয় করেন আরশ খান ও মাহিয়া মাহি। দুজনের এ ছবিতে অভিনয় যতটা অবাক করে দিয়েছে, ততটাই ঠুনকো লেগেছে তাদের গল্পটা। যদিও পরিচালক সাহেব বলেছেন এটা সত্য গল্প অবলম্বনে, তবুও খটকা থেকেই যায়। সঙ্গে মেকাপ আরো ভালো হতে পারত। এটার চেয়ে আরো আরোপিত লেগেছে শেষ ক্লাইম্যাক্স, এত তাড়াহুড়োর প্রয়োজন ছিল না, বড্ড অগোছালো। তবে সিনেমার একেবারে শেষ দৃশ্যে শাকিবের অভিনয়, মাহিয়া মাহির অনবদ্য এক্সপ্রেশন আর রিয়াদের ‘মা’ গান সব মিলিয়ে অন্যরকম ভালো লাগার অনুভূতি দিয়েছে।