আসছে নেকাব্বরের মহাপ্রয়াণ
সরকারি অনুদানে মাসুদ পথিক নির্মাণ করেছেন চলচ্চিত্র ‘নেকাব্বরের মহাপ্রয়াণ‘। কবি নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে নির্মিত এ চলচ্চিত্র সম্প্রতি আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে। ছবিতে ফাতেমা চরিত্রে অভিনয় করেছেন সিমলা। নেকাব্বর চরিত্রে জুয়েল জহুর এবং কবির চরিত্রে অভিনয় করেছেন স্বয়ং নির্মলেন্দু গুণ। আসছে ডিসেম্বরে ছবিটি মুক্তি দেওয়া হবে। পরিচালক বলেন, ‘দেশের কৃষক সংগ্রামের ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা, গ্রামবাংলার মানুষের জীবনাচার ভিন্ন দৃষ্টিভঙ্গিতে উঠে এসেছে এ ছবিতে।’
ছবিটির সংগীত পরিচালনা করেছেন বেলাল খান, মুশফিক লিটু, প্রিন্স মাহমুদ, সাইম রানা ও মাহমুদ সেলিম। গান গেয়েছেন মমতাজ, বারী সিদ্দিকী, বেলাল খান, পড়শী, প্রিয়াঙ্কা গোপ, সাইম রানা, দিদারুল করিম, বাপ্পিরাজ, বাদল শহীদ প্রমুখ। গান লিখেছেন মাসুদ পথিক, নির্মলেন্দু গুণ, অসীম সাহা, সাইম রানা ও অতনু তিয়াস।