Select Page

পাঁচ বছরেও শেষ হয়নি ‘মুক্তি’
ইফতেখার চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ তুলে সিনেমা ছাড়ছেন রাজ রিপা

<div class="post-subheading">পাঁচ বছরেও শেষ হয়নি ‘মুক্তি’</div>ইফতেখার চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ তুলে সিনেমা ছাড়ছেন রাজ রিপা

খোঁজ দ্য সার্চ, দেহরক্ষী, অগ্নি, অগ্নি ২, রাজত্ব, অ্যাকশন জেসমিন, বিজলীর মতো সিনেমার জন্য পরিচিত পরিচালক ইফতেখার চৌধুরী। গত কয়েক বছর একপ্রকার আড়ালেই চলে গেছেন তিনি। এখন বিজ্ঞপন বানিয়ে কাটছে তার দিন। এতে স্বপ্ন ভঙ্গ হয়েছে নায়িকা রাজ রিপার।  পাঁচ বছর আগে তাকে মূল চরিত্রে রেখে ‘মুক্তি’ নির্মাণ শুরু করেন ইফতেখার। সেই সিনেমা এখন নায়িকার জন্য রীতিমতো দুঃস্বপ্ন।

সম্প্রতি এক ফেসবুক পোস্টে এই নায়িকা ক্ষোভ ঝেড়ে জানিয়েছেন, তিনি না হয়ে অন্য কেউ এই অবস্থায় পড়লে হয়তো এতোদিনে আত্মহত্যার পথ বেছে নিতেন!

রাজ রিপা জানিয়েছেন, পরিচালকের তালবাহানায় তার অভিনীত ‘মুক্তি’ সিনেমা পাঁচ বছর ধরে আটকে আছে। এতে করে অর্থ ও সময় দুটোই নষ্ট হয়েছে। রাজ রিপা জানান, তার সিনেমা করার ইচ্ছে চলে গেছে। এখন তিনি সবকিছু ছেড়ে সিনেমাকে ‘গুডবাই’ বলতে চান। তার আগে পরিচালক ইফতেখার চৌধুরীর ‘তালবাহানা’র জবাব দিতে চান তিনি।

রিপা অভিযোগ এনে বলেছেন, আমাকে নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে শুধু নিজের আখের গুছিয়ে গেলেন, আমার জন‍্য কিছুই করলেন না। দুঃখ শুধু একটাই তার খারাপ সময় পাশে এসে দাঁড়িয়ে ছিলাম আর তিনি আমার সুন্দর সময় গুলোর ১২টা বাজিয়ে দিলন। কার কাছে বিচার চাইবো? মরতে তো হবে, বিচার আল্লাহ করবেন তাইনা!

পরে চ্যানেল আই অনলাইনকে রাজ রিপা বলেন, “ইফতেখার চৌধুরী আশ্বাস দিয়েছিলেন ‘মুক্তি’ সিনেমার মাধ্যমে আমাকে সবার সামনে প্রমাণ করাবেন, আমার ক্যারিয়ার প্রতিষ্ঠা পাবে। কিন্তু দিন যায় বছর যায় সিনেমা আর রিলিজ হয় না। গত চার বছর ধরে উনি বলে আসছেন রিলিজ হবে। কিন্তু উনি তা করেন না। এই সিনেমার আগে ৫২ কেজি থেকে ৩৯ কেজিতে ওজন নিয়ে আসে আমার। তিন বছর এই ওজন ক্যারি করতে গেলে আমি অসুস্থ হয়ে পড়ি, লো প্রেসারের রোগী হয়ে আছি। ঘুরে পড়ে যাই। আর্থিক সংকটে ভুগছি। মানসিকভাবে অসুস্থ হয়ে আছি। আদৌ সিনেমাটা রিলিজ হবে কিনা সেটা নিয়ে আমি ডিপ্রেশনে ভুগছি।”

 মুক্তি চলচ্চিত্রের মহরত

“এই সময়ে কিছু ভাই ব্রাদার পরামর্শ দেয়, যেন বসে না থাকি। এরমধ্যে জাজ মাল্টিমিডিয়ার ‘ময়না’ সিনেমা করেছি। মনকে সান্ত্বনা দিয়েছি নায়িকা হতে পেরেছি। এই সময়ে ইফতেখার চৌধুরী আমাকে চাপ দিচ্ছে সিনেমার স্পন্সর ম্যানেজ করতে বলছে। কথা ছিল স্পন্সর উনি আনবেন। নিজেকে অনেক বড় পরিচালক হিসেবে আমার কাছে জাহির করেছিলেন। এখন দেখছি ঠিক তার উল্টো। এখনও নাকি ৩৫ লাখ টাকা লাগবে। এই প্রেসারটা আমার উপর দিয়ে দিচ্ছে। কিন্তু আমি কোথায় পাবো স্পন্সর?  তাকে স্পন্সর আনতে বললে বলে, আমি নতুন নায়িকা, কে দেবে স্পন্সর!” কথাগুলো বলছিলেন রাজ রিপা।

শুরুতে আমি তাকে বলেছিলাম, আমি যেহেতু নতুন ভালো হিরো না নিলে সিনেমা কীভাবে চলবে? উনি বলেছিল, উনি নিজেই সুপারস্টার ডিরেক্টর। ইফতেখার চৌধুরীর নামের উপর সিনেমা চলবে। এখন তার কথা আর কাজে কোনো মিল নাই। আজ আমি এই সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে খুব হতাশ। এ কারণে সিনেমা ছেড়ে দেব। অনেক আশা নিয়ে ইফতেখার চৌধুরীকে বিশ্বাস করে সিনেমাটা করতে চেয়েছিলাম। ইচ্ছে ছিল, এই সিনেমাটা করে আর যদি কাজ না করি তাহলে কোনো আফসোস থাকবে না। কিন্তু উনি বেঈমানি করেছেন। এখন তার উপর ঘৃণা ধরে গেছে।

জানা যায়, ‘মুক্তি’ ইতোমধ্যে বহু টাকা খরচ হয়েছে। এখনও কয়েকটি দৃশ্য ও দুটি গানের শুটিং বাকি রয়েছে। রাজ রিপার সঙ্গে আলাপকালে বোঝা যাচ্ছিল, তিনি নিজেই ‘মুক্তি’ সিনেমায় লগ্নী করেছেন। এই প্রসঙ্গে রিপা এখন কিছু বলতে চাননি।

তার ভাষ্য, অন্যান্য পরিচালক শুটিং করছেন, সিনেমা মুক্তি দিচ্ছেন, আবার নতুন সিনেমা করছেন। কিন্তু ইফতেখার চৌধুরী লাপাত্তা। চার বছর আগে শুটিং শুরু করে মুক্তির কোনো নামগন্ধ নেই। সময় হলে সবকিছু জানাবো। সবকিছুর প্রমাণ রেখেছি। সামনে সবাইকে সংবাদ সম্মেলন করে জানাবো।

সিনেমা না করলে কী করবেন? রাজ রিপা বলেন, আমার এলাকায় ফিরে যাবো। বাবা ব্যবসা করে সেটা দেখাশোনা করবো। আমি আর নিতে পারছি না। গত চারটা বছর ধরে কান্না করতে করতে আমার চোখের পানিতে বালিশ ভিজে গেছে। আমি আর নিতে পারছি না।

‘মুক্তি’ চলচ্চিত্র নিয়ে রিপার এসব অভিমান ও অভিযোগ বিষয়ে পরিচালক ইফতেখার চৌধুরীর মন্তব্য পায়নি চ্যানেল আই অনলাইন।


Leave a reply