Select Page

ঈদুল ফিতর ২০১৮ : কী দেখবেন, কেন দেখবেন?

ঈদুল ফিতর ২০১৮ : কী দেখবেন, কেন দেখবেন?

ঈদ আয়োজনকে সামনে রেখে প্রতি বছরের মত এ বছরও কয়েকটি চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে।

যদিও গত কয়েক বছরে সংখ্যাটা কমে এসেছে। বলা যায় এই দশকের শুরু থেকেই এই কমে যাওয়াটা লক্ষণীয়। গত বছর ২০১৭ সালে ঈদুল ফিতরে মাত্র ৩টি চলচ্চিত্র মুক্তি পায় এবং ঈদুল আজহায় ৫টি চলচ্চিত্র মুক্তি পায়, যার ৩টি প্রেক্ষাগৃহে ও ২টি টেলিভিশনে।

যাই হোক, এই বছর ঈদে মুক্তির মিছিলে থাকা চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘পোড়ামন ২’, ‘পাঙ্কু জামাই’, ‘চিটাগাংইয়া পোলা নোয়াখাইল্লা মাইয়া’ ও ‘কমলা রকেট’।

পোড়ামন ২

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘পোড়ামন ২’ শুরু থেকেই ঈদে মুক্তির মিছিলে এগিয়ে ছিল। নবাগত রায়হান রাফি পরিচালিত ছবিটি ২০১৩ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘পোড়ামন’ ছবির নামের অনুবর্তী পর্ব (সিক্যুয়াল)। এতে পূর্বের গল্পের ধারাবাহিকতা নেই, বরং নতুন গল্প নিয়ে নির্মিত হয়েছে।

‘পোড়ামন’ ছবিতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছিলেন সাইমন সাদিক ও মাহিয়া মাহি, অন্যদিকে ‘পোড়ামন ২’-এ শ্রেষ্ঠাংশে অভিনয় করছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। ছোটপর্দায় জনপ্রিয় অভিনেতা সিয়ামের প্রথম চলচ্চিত্র। আর পূজা তার প্রথম চলচ্চিত্র ‘নূর জাহান’ ছবিতে নাম ভূমিকায় (জাহান) অভিনয় করে প্রশংসিত হয়েছেন। চলচ্চিত্রে দুজনেই নতুন হলেও তারা তাদের অভিনয় দক্ষতা দিয়ে দর্শক আকৃষ্ট করতে সক্ষম হবেন।

ছবিটি ইতোমধ্যে ৭১তম কান চলচ্চিত্র উৎসবে বাণিজ্যিক বিভাগে ‘হেল অ্যান্ড হ্যাভেন’ নামে প্রদর্শিত হয়েছে। এরই মধ্যে ছবিটির ট্রেলার ও তিনটি গান প্রকাশিত হয়েছে। ইউটিউবে ছবির তিনটি গান প্রকাশিত হয়েছে। ‘নাম্বার ওয়ান হিরো’ গানে গল্পের কেন্দ্রীয় পুরুষ চরিত্রকে প্রয়াত নায়ক সালমান শাহের পাঁড় ভক্ত হিসেবে দেখানো হয়েছে। ‘ও হে শ্যাম’ ও ‘সুতো কাটা ঘুড়ি’ গান দুটিতে গল্পের কেন্দ্রীয় দুই চরিত্রের রোম্যান্স দেখানো হয়েছে।

ট্রেলার থেকে জানা যায়, এটি একটি গ্রাম্য প্রেমের গল্প। ছবির ট্যাগ লাইন ‘মোর দ্যান লাভ’ বা ‘ভালোবাসার চেয়ে বেশি কিছু’ও তাই বলছে। রয়েছে সুজন ও পরীর মিষ্টি মধুর প্রণয়-বিরহ এবং সমাজ-সংসারের প্রতিবন্ধকতা। এর পরিণতি কি, তা জানার জন্য দর্শকদের প্রেক্ষাগৃহে যেতে হবে।

পাংকু জামাই

দীর্ঘদিন কাজ ঝুলে থাকা আবদুল মান্নান পরিচালিত ‘পাঙ্কু জামাই’ ঈদে মুক্তি পাচ্ছে। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন শাকিব খান ও অপু বিশ্বাস। এছাড়া রয়েছেন পুস্পিতা পপি ও এটিএম শামসুজ্জামান।

২০১৬ সালের শুরুর দিকে এই ছবির কাজ শুরু হলেও মূলত শাকিব-অপুর সাংসারিক সমস্যার কারণে কাজ দীর্ঘদিন থেমে ছিল। অবশেষে এই বছরের শুরুতে আবার ছবিটির কাজ শুরু হয় এবং ঈদে মুক্তির জন্য নির্ধারিত হয়। এই ছবিতে দর্শক শাকিব খানকে তার সাম্প্রতিক ‘লুক’ বিবর্তনের পূর্বের অবস্থায় দেখবেন, অর্থাৎ নতুন শাকিব খান নয়, পুরনো শাকিব খানকেই নতুন করে দেখতে হবে।

ইউটিউবে ছবির দুটি গান – ‘পাঙ্কু জামাই টাইটেল ট্র্যাক’ ও ‘আলতা দুধে’ প্রকাশিত হয়েছে। কমেডি ধাঁচের এই ছবির ট্রেলারে শাকিব খানকে তার সাম্প্রতিক অতি বিদেশ গমনের ব্যঙ্গ করা হয়েছে। বলা হয়েছে, ‘অস্ট্রেলিয়া নয়, স্কটল্যান্ড নয়’ খাঁটি দেশী চলচ্চিত্রের ফ্লেভার পাওয়া যাবে এই ছবিতে।

কমেডি ধর্মী এই ছবিতে প্রধান দুই চরিত্রের বিবাহ সংক্রান্ত জটিলতা ও এই নিয়ে হাস্যরসের খোরাক পাওয়া যাবে। আর রয়েছে এটিএম শামসুজ্জামানের সাথে অপুর কমেডিধর্মী রোমান্স। ফলে নির্মল বিনোদন পাওয়ার লক্ষ্যে দর্শক প্রেক্ষাগৃহে যেতে পারেন।

চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া

উত্তম আকাশ পরিচালিত ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’তে নাম ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান ও বুবলি। এটি এই জুটির পঞ্চম চলচ্চিত্র। এছাড়া কয়েকটি প্রধান পার্শ্ব ভূমিকায় আছেন মৌসুমী, ওমর সানী, সাদেক বাচ্চু ও মিঠু।

উত্তম আকাশ-শাকিব খান জুটির সাম্প্রতিক চলচ্চিত্র ‘আমি নেতা হব’ সমালোচকদের মনঃপুত না হলেও মাঝারি মানের ব্যবসা করেছে। আর ঈদে শাকিব খানের ছবি তার উৎসুক ভক্তরা দেখতে যাবেন।

ছবির চারটি গান ইউটিউবে প্রকাশিত হয়েছে, যার মধ্যে রয়েছে ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া টাইটেল ট্র্যাক’, ‘কেন জানি’, ‘গোলাপী গোলাপী’ ও ‘সেলফি সেলফি’।

রোমান্টিক-কমেডি-অ্যাকশনধর্মী ছবিটি একটি তেলেগু ছবির পুনর্নির্মাণ বলে শোনা যাচ্ছে। তবে এতে থাইল্যান্ডের কিছু দৃশ্য রয়েছে, আর আছে চিটাগাংইয়া ও নোয়াখাইল্লা ভাষার সংলাপ নির্ভর কমেডি। ছবিতে মূল দুই চরিত্রের আত্মীয়তা ছায়া ধরে চিটাগাংইয়া ও নোয়াখাইল্লার বিবাদ দেখানো হয়েছে।

ট্রেলারে সম্পাদনায় আনাড়িপনা দেখা যাচ্ছে। তবুও যারা তেলেগু ছবিটি দেখেননি, তার বিনোদন পেলেও পেতে পারেন।

কমলা রকেট

‘কমলা রকেট’ পিঁপড়াবিদ্যা-খ্যাত অভিনেতা নুর ইমরান মিঠু পরিচালিত প্রথম চলচ্চিত্র। তিনি এই ছবির জন্য গল্প ধার করেছেন সম্প্রতি বাংলা একাডেমি পুরস্কার বিজয়ী লেখক শাহাদুজ্জামানের। শাহাদুজ্জামানের ‘মৌলিক’ ও ‘সাইপ্রাস’ নামের দুটি গল্প অবলম্বনে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। গল্পকার নিজেই এর চিত্রনাট্য লিখেছেন। অভিনয় করেছেন তৌকীর আহমেদ, মোশাররফ করিম ও জয়রাজদের মত অভিনেতারা।

এটি মূলত কমলা রঙের একটি লঞ্চে চড়ে বরিশাল রুটে যাত্রার গল্প। এক গল্পের মধ্যে ওঠে এসেছে বেশ কয়েকটি গল্প, কয়েকজন সাধারণ মানুষের গল্প। একজন বনেদি ধনী, একটি সদ্য ধনী পরিবার, দুজন বেকার যুবক, একজন অন্ধ শিল্পী, একজন যাদুকর, একজন পিম্পের গল্প। আছে লোভ, কাম, ক্ষুধা, সামাজিক অবস্থান ও অহমবোধের গল্প। যারা ভিন্নধর্মী গল্পে আগ্রহী, তাদের জন্য ঈদে এই চলচ্চিত্রের বিকল্প নেই।

সুপার হিরো

অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে আনকাট সেন্সর ছাড়পত্র পেল আশিকুর রহমান পরিচালিত ‘সুপারহিরো’। তথ্য মন্ত্রণালয়ের অনুমতি ছাড়াই বিদেশে (অস্ট্রেলিয়া) শুটিং করার জন্য আটকে যাচ্ছিল চলচ্চিত্রটি। অবশেষে ঈদে মুক্তির মিছিলে যোগ হল। এই ছবিতে শ্রেষ্ঠাংশে দেখা যাবে শাকিব খান ও বুবলিকে। ছবির বেশির ভাগ শুটিং হয় অস্ট্রেলিয়ায়।

ছবির তিনটি গান ইউটিউবে প্রকাশিত হয়েছে – ‘বুম বুম’, ‘সুপারহিরো টাইটেল ট্র্যাক’, ও ‘তোমাকে আপন করে’। ‘তোমাকে আপন করে’ গানটি প্রকাশের পর বুবলির পোশাক নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

ছবির ট্রেলারে শাকিব খানকে অ্যাকশন দৃশ্যে দেখা যায়। আর আশিকুর রহমানের পূর্ববর্তী চলচ্চিত্রে আলোকে বলা যায় জমজমাট অ্যাকশন নির্ভর চলচ্চিত্র হতে যাচ্ছে এটি। দীর্ঘদিন থেকে দর্শকের এই চলচ্চিত্রে প্রতি আগ্রহ থাকায় ছবিটি প্রেক্ষাগৃহে দর্শক টানবে বলে ধরা হচ্ছে।


Leave a reply