ঈদের ছবিতে পুরাতন গান
এই ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিবের তিন ছবির মধ্যে দুটিতেই কাহিনী নকল এবং পুরাতন গান ব্যবহারের অভিযোগ উঠেছে। দর্শকরা অভিযোগ করেছেন, শাকিব অভিনীত পুরানো দুটি চলচ্চিত্রের দৃশ্য হিটম্যান এবং কঠিন প্রতিশোধ চলচ্চিত্রে ব্যবহৃত হয়েছে।
অভিযোগের দিক থেকে এগিয়ে রয়েছে ওয়াজেদ আলী সুমন পরিচালিত হিটম্যান ছবিটি। দর্শকরা অভিযোগ করে বলেছেন, এই ছবিতে সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘ভালোবাসা এক্সপ্রেস’ ছবির একটি গান জুড়ে দেয়া হয়েছে। এছাড়া মারপিটের দৃশ্য দেখে মনে হয়েছে ডেয়ারিং লাভার ছবি থেকে নেয়া হয়েছে। ডেয়ারিং লাভার পরিচালনা করেছেন বদিউল আলম খোকন।
মুক্তির আগেই তেলেগু ছবি ভিত্তাইয়ের নকলের অভিযোগে হিটম্যান সমালোচিত হয়। সেন্সরবোর্ড ছবিটিকে প্রথমে আটকে দিলেও একদিন পরে সার্টিফিকেট প্রদান করে।
এছাড়া কঠিন প্রতিশোধ মুভির আবহ সংগীতে শাকিব অভিনীত পুরানো ছবির সংগীত ব্যবহারের অভিযোগ করেছেন দর্শকরা।
উল্লেখ্য, এই ঈদে শাকিব খান অভিনীত কোন ছবিই মুক্তির তালিকায় নেই এমন গুঞ্জন শোনা গেলেও শেষ মুহুর্তে তার তিনটি ছবি মুক্তি পায়। ঈদে মুক্তির লক্ষ্যে তাড়াহুড়া করে কাজ শেষ করার উদ্দেশ্যে পুরানো গান এবং দৃশ্য ব্যবহার করা হয়েছে বলে ধারনা করা হয়।