
ঈদের সিনেমায় কারো পারিশ্রমিক কোটি পেরিয়ে, কেউ আছেন লভ্যাংশের আশায়
এবার ঈদুল ফিতরে ছয়টি সিনেমা মুক্তি পেলেও পর্দার উপস্থিতির দৌড়ে এগিয়ে আছে তিনটি। গল্প নায়ককেন্দ্রিক হওয়ায় অভিনেতারাই হচ্ছেন আলোচনার প্রধান খোরাক। একইসঙ্গে তাদের পারিশ্রমিকের অংক রয়েছে আলোচনায়।

ঈদের সিনেমার মধ্যে বরাবরের মতো সারাদেশে একচেটিয়া রাজত্ব করছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’। প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন সম্প্রতি দাবি করেছে, ঈদে মুক্তির প্রথম সাত দিনে ২৭ কোটি ৪৩ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে এ সিনেমার।
এছাড়া টেলিভিশন সাক্ষাৎকারে সিনেমাটির পরিচালক মেহেদী হাসান হৃদয় দাবি করেছেন, ‘বরবাদ’ সিনেমার জন্য শাকিব খান এক কোটি ২০ লাখ টাকা পরিশ্রমিক নিয়েছেন।
অনুষ্ঠানে পরিচালক আরও দাবি করেছেন, সিনেমার বাজেট ১৫-১৬ কোটি টাকা।
‘বরবাদ’-এর আলোচনা ও পর্দা উপস্থিতি এগিয়ে রয়েছে শিহাব শাহীন পরিচালিত ও আফরান নিশো অভিনীত ‘দাগি’। ঈদের আগে প্রথম আলো ও কালের কণ্ঠের দেয়া তথ্য অনুসারে, শাকিব খানের পর সর্বোচ্চ পারিশ্রমিক নেন নিশো। বিশ্বস্ত একাধিক সূত্রের বরাত দিয়ে প্রথম আলো জানিয়েছিল, প্রথম ছবি ‘সুড়ঙ্গ’-এ আফরান নিশোর পারিশ্রমিক ছিল ২০-২৫ লাখের ঘরে। দ্বিতীয় ছবি ‘দাগি’তেও নিশোর পারিশ্রমিক ২০-২৫ লাখের ঘরে। তবে কালের কণ্ঠ বলছে, ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’ দুই সিনেমার জন্যই নিশো নিয়েছেন ৩০ লাখ টাকা করে। উল্লেখ যে সিনেমা দুটির সঙ্গে যুক্ত রয়েছে প্রথম আলোর একই প্যারেন্টভুক্ত ওটিটি প্লাটফর্ম চরকি।
অবশ্য এবারের ডার্ক হর্স হিসেবে বিবেচিত হচ্ছে এম রাহিম পরিচালিত ‘জংলি’। সিনেমাটি দেখে অনেকেই আবেগ ধরে রাখতে পাচ্ছেন না। আর নিজেকে উজাড় করে অভিনয়ের মাধ্যমে প্রশংসিত হচ্ছে সিয়াম আহমেদ।
মজার বিষয় হলো, ‘জংলি’তে অভিনয়ের জন্য পারিশ্রমিক নেননি নায়ক। বরং তার পারিশ্রমিক তিনি সিনেমায় ইনভেস্ট করেছেন। এনটিভি অনলাইনের সঙ্গে এক আলাপে এমনটি জানিয়েছেন সিয়াম আহমেদ। তার ভাষ্যে, ‘আমরা যখন সিনেমাটা শুরু করছিলাম তখন আমি আমার পারিশ্রমিকের অংশটা নিয়ে নিলে বাজেট নিয়ে ঝামেলায় পড়তে হত টিমকে। সিনেমাটা যাতে ভালো হয়, সেজন্য আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি আমার পারিশ্রমিক না নিব না। পরে যদি সিনেমাটি থেকে লাভ হয় তখন আমি সেই লভ্যাংশ নেব।’
‘জংলি’ সিনেমার প্রযোজনার সঙ্গে আপনি যুক্ত আছেন কি না এমন প্রশ্নে সিয়ামের উত্তর, আমি আমার পারিশ্রমিক না নিয়ে সেটা সিনেমায় ইনভেস্ট করেছি।
ঈদের সিনেমার নায়কের তালিকায় আরো আছেন মোশাররফ করিম ও আবদুন নূর সজল। তাদের পারিশ্রমিকের অংক জানা না গেলেও দুজনই টিভি পর্দায় অভিনয়ের জন্য বড় অংকে পারিশ্রমিক নিয়ে থাকে।