Select Page

মা হচ্ছেন রুহি

মা হচ্ছেন রুহি

songram_bg_523121649‘জীবনটা হলো সুখ, সাফল্য ও ভালোবাসার স্মরণীয় অধ্যায়। আমি গর্ব ও আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমরা জীবনের নতুন অধ্যায় শুরু করেছি। আমরা এখন আলি পরিবারের নতুন সদস্যের অপেক্ষায় আছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’

এমনটাই লিখছেন মডেল ও অভিনেত্রী দিলরুবা ইয়াসমিন রুহী। ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে নিজের খুশি অন্যদের সঙ্গে ভাগাভাগি করে নিলেন।

অভিষেক সিনেমা ‘৭১ এর সংগ্রাম’-এ অভিনয় করতে গিয়েই ব্রিটিশ প্রবাসী বাংলাদেশী নির্মাতা মনসুর আলীর সঙ্গে সখ্য গড়ে ওঠে রুহীর। এরপর তা রূপ নেয় ভালোবাসায়। ২০১৪ সালের ৩ সেপ্টেম্বর তারা বিয়ে করেন।

এ ছাড়া রুহী অভিনয় করেছেন অনিমেষ আইচ পরিচালিত ‘জিরো ডিগ্রি’ চলচ্চিত্রে। কলকাতায় মুক্তি পেয়েছে ‘গ্ল্যামার’। নাটকের মতো চলচ্চিত্রেও তিনি প্রশংসিত হয়েছেন। মুক্তির অপেক্ষায় আছে ইসমত আরা চৌধুরী শান্তির ‘মায়ানগর’।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares