Select Page

মা হচ্ছেন রুহি

মা হচ্ছেন রুহি

songram_bg_523121649‘জীবনটা হলো সুখ, সাফল্য ও ভালোবাসার স্মরণীয় অধ্যায়। আমি গর্ব ও আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমরা জীবনের নতুন অধ্যায় শুরু করেছি। আমরা এখন আলি পরিবারের নতুন সদস্যের অপেক্ষায় আছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’

এমনটাই লিখছেন মডেল ও অভিনেত্রী দিলরুবা ইয়াসমিন রুহী। ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে নিজের খুশি অন্যদের সঙ্গে ভাগাভাগি করে নিলেন।

অভিষেক সিনেমা ‘৭১ এর সংগ্রাম’-এ অভিনয় করতে গিয়েই ব্রিটিশ প্রবাসী বাংলাদেশী নির্মাতা মনসুর আলীর সঙ্গে সখ্য গড়ে ওঠে রুহীর। এরপর তা রূপ নেয় ভালোবাসায়। ২০১৪ সালের ৩ সেপ্টেম্বর তারা বিয়ে করেন।

এ ছাড়া রুহী অভিনয় করেছেন অনিমেষ আইচ পরিচালিত ‘জিরো ডিগ্রি’ চলচ্চিত্রে। কলকাতায় মুক্তি পেয়েছে ‘গ্ল্যামার’। নাটকের মতো চলচ্চিত্রেও তিনি প্রশংসিত হয়েছেন। মুক্তির অপেক্ষায় আছে ইসমত আরা চৌধুরী শান্তির ‘মায়ানগর’।


মন্তব্য করুন