Select Page

শাকিবের গল্পে রনির সিনেমা

শাকিবের গল্পে রনির সিনেমা

10343672_1681433328750405_4552610207454953739_nগতানুগতিক কাহিনী ও লুকে যখন পর্দায় বারবার দেখা যাচ্ছিল শাকিবকে, তখন শামীম আহমেদ রনি নতুন গল্পে হাজির করলেন তাকে। যদিও ‌‘মেন্টাল’ নামের সিনেমাটি এখনো মুক্তি পায়নি। তার আগেই রনিকে সিনেমার গল্প দিলেন শাকিব। সিনেমাটির নাম ‘গাদ্দার’।

আর গল্পটি এক নির্যাতিত একটি মেয়েকে নিয়ে। সেই গল্প থেকে চিত্রনাট্য লিখছেন আবদুল্লাহ জহির বাবু। ‘গাদ্দার’ নামকরণ প্রসঙ্গে শাকিব প্রথম আলোকে বলেন, ‘সেটা দেখার জন্য তো আপনাকে সিনেমা হলে যেতে হবে!’

সিনেমাটির মূল দুটি ভূমিকায় অভিনয় করবেন শাকিব খান আর অপু বিশ্বাস

নিয়মিত গল্প লেখার ইচ্ছা আছে কি না, জানতে চাইলে শাকিব বলেন, ‘না, নিয়মিত চলচ্চিত্রের গল্প লেখার ইচ্ছা নেই। আর গল্প তো হুটহাট মাথায় আসেও না। যদি ভালো গল্প মাথায় আসে, পরিচালকের পছন্দ হয়, তবেই লিখব।’

এ দিনে রনি বলেন, ‘শাকিব ভাইয়ের কাছ থেকে গল্পটি শুনে মনে হলো, আমাদের চলচ্চিত্রে এ ধরনের গল্প নিয়ে ছবি এখনো তৈরি হয়নি।’

কবে শুটিং শুরু হবে? পরিচালক জানান, শীতের শুরুতেই পুরো টিম নেমে পড়বে ছবির প্রস্তুতি নিতে।


মন্তব্য করুন