ঈদের ৪ সিনেমা
ঈদের সিনেমার আকর্ষণ অন্যরকম। প্রতিবারের মতন এবারের ঈদেও মুক্তি পাচ্ছে ৪টি চলচ্চিত্র। আরো কিছু সিনেমার নাম শোনা গেলেও পিছিয়ে গেছে পরে। মুক্তি প্রতিক্ষীত ৪টি সিনেমার মধ্যে ২টি বড় পরিসরে মুক্তি পাবে। আসুন এ নজরে দেখে নিই ঈদের দিন দুপুর থেকেই সারাদেশের প্রেক্ষাগৃহে কোন সিনেমাগুলো প্রদর্শিত হবে—
গাড়িওয়ালার এর নাম দেশের বাইরের অনেকেই জানেন। সিনেমাটি জিতেছে বিদেশের অনেক পুরষ্কার। সর্বশেষ কলকাতায় অনুষ্ঠিতব্য ‘নেজ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’- এ ‘শ্রেষ্ঠ চলচ্চিত্র’ হিসাবে নির্বাচিত হয়েছে। ইতিমধ্যে ডজনেরও বেশি পুরস্কার গাড়িওয়ালার ঝুলিতে। সিনেমাটি পরিচালনা করেছেন আশরাফ শিশির।
দুই ভাই ও তাদের মায়ের গল্প নিয়ে নির্মিত এ ছবি। বাংলাদেশের গ্রামে বড় হওয়া দুই বালকের চোখ দিয়ে পুরো গল্প দেখানো হবে। দারিদ্রের মধ্যে দিয়েও এই দুই বালক কিভাবে মানসিকভাবে পুরুষ হয়ে ওঠে ও জীবনের সত্য আবিষ্কার করে তা দেখা যাবে এ সিনেমায়।
অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, রাইসুল ইসলাম আসাদ, মাসুম আজিজ, সুপার হিরো সুপার হিরোইনখ্যাত ইমরান প্রমুখ। সিনেমা হলের পাশাপাশি চ্যানেল আইয়ে দেখা যাবে ঈদের পঞ্চম দিন সকাল সাড়ে ১০টায়।
প্রায় এক দশক ধরে প্রতি ঈদে মুক্তি পাচ্ছে শাকিবের সিনেমা। তার জনপ্রিয়তা সিনেমার দর্শকদের উন্মাদনা ও আনন্দ দেখলেই বোঝা যায়। শাকিবের সিনেমা হচ্ছে ঈদের অতিরিক্ত আকর্ষণ। আর সাথে যদি থাকে নায়িকা অপু বিশ্বাস, তবে তো কোন কথাই নেই। আর সেই ধারাবাহিকতায় এবারে আসছে শাকিব-অপু জুটির ‘রাজা বাবু’। আরো আছেন ববি। পরিচালনা করেছেন বদিউল আলম খোকন।
এবারের ঈদে দর্শক প্রথমবারের মতো নুসরাত ফারিয়াকে নায়িকা হিসেবে দেখতে পাবে। ছবি মুক্তির আগেই তিনি আলোচনায় এসেছেন। প্রথম জাজ মাল্টিমিডিয়ার সাথে কাজ করার দরুণ, দ্বিতীয়ত বলিউডের নায়ক ইমরান হাশমির বিপরীতে এক হিন্দি ছবিতে চুক্তিবদ্ধ হবার খবরে।
দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত ‘আশিকী’ ইতিমধ্যেই কলকাতায় শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হয়েছে। রোমান্টিক ঘরানার চলচ্চিত্রটি পরিচালনা করেছেন বাংলাদেশের আবদুল আজিজ ও কলকাতার অশোক পাতি।
অভিনেতা শাহরিয়ার নাজিম জয় পরিচালিত ছবিটির নাম প্রার্থনা। সামাজিক নানা সমস্যাকে সিনেমাটিতে তুলে ধরা হয়েছে। এ প্রসঙ্গে জয় বলেন, ‘আমার ছবিটা সবার জন্য নয়। কারণ গল্পের প্রেক্ষাপট অনেকটা ইরানী ছবির মতো। এখানে মূলত তিনটি সামাজিক সমস্যাকে তুলে ধরা হয়েছে। যা একটি শিশুর পরিপূর্ণ বিকাশে বাধার সৃষ্টি করে।’
প্রেক্ষাগৃহের পাশাপাশি চ্যানেল আইতে প্রিমিয়ার হবে ‘প্রার্থনা’র। অভিনয় করেছেন জয়, কল্যান কোরাইয়া, মৌসুমী নাগ প্রমুখ।