ঈদে মুক্তি পাচ্ছে না ‘রক্ত’!
জাজ মাল্টিমিডিয়ার নতুন সিনেমা ‘রক্ত’ নানা কারণে আলোচিত। এর মধ্যে রয়েছে মালেক আফসারীর পরিচালনা থেকে সরে যাওয়া। শুটিং শিডিউলে আপোষ না করার কারণে তিনি এ সিদ্ধান্ত নেন। সে শিডিউল জটিলতা-ই পড়ল সিনেমাটি।
ঈদুল আজহায় মুক্তির কথা থাকলেও একমাস আগে জাজ জানালো, ‘রক্ত’র অনেক অংশেরই শুটিং শেষ হয়নি। তাই ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে না, এর বদলে মুক্তি পাবে ভারতীয় তারকা নির্ভর সিনেমা ‘প্রেম কি বুঝিনি’।
জাজের অফিসিয়াল ফেসবুকে পেজে এক পোস্টে জানানো হয়— ‘আমরা অতান্ত দুঃখের সাথে জানাচ্ছে যে এই ঈদে আমরা রক্ত সিনেমাটি মুক্তি দিতে পারছি না। কারণ, এখনও অনেক শুটিং বাকি আছে। বিভিন্ন কারণে আমরা অনেক দিন শুটিং করতে পারি নাই।
“প্রেম কি বুঝিনি” সিনেমাটি মুক্তি দিব। এই সিনেমাটির ৮০% শুটিং হয়েছে লন্ডনে। একটি মিষ্টি কমেডি রোমান্টিক সিনেমা “প্রেম কি বুঝিনি”। এতে অভিনয় করেছে শুভশ্রী, ওম, জান্নাতুল ফেরদৌস পিয়া, রেবেকা, হাসান ইমাম, নাদের চৌধুরী ও একজন প্রবাসী বাংলাদেশি নতুন মুখ। কিছুদিনের মধ্যেই এই সিনেমাটি সেন্সরে জমা দিব। ১৩ আগস্ট থেকে এই সিনেমার প্রমোশন শুরু করবো।’
ওই পোস্টে আবু বকর নামে একজন মন্তব্য করেন— ‘ভাই নিজের স্বার্থে এভাবে বাংলাদেশের সিনেমাকে ঝুঁকির মুখে ফেলবেন না দয়া করে। আপনারা কোন বিবেকে একটা মায়ের ক্যারেক্টার, একটা বাবার ক্যারেক্টার সিনেমায় কাস্ট করিয়ে বলেন এটা যৌথ প্রযোজনা? জাজের মালিক এক ভাওতাবাজ দুষ্কৃতিকারী এই লোকটা বাংলাদেশী সিনেমার ক্ষতি করছে বেশি উপকারের চেয়ে।’
এমন কড়া মন্তব্যকারীকে ‘বোকা লোক’ উল্লেখ করে জাজের পক্ষ থেকে উত্তরে বলা হয়— ‘নিয়তি’তে ৭০ ভাগ বাংলাদেশের অভিনয়শিল্পী, ‘প্রেম কি বুঝিনি’তে ৭০ ভাগ পশ্চিমবঙ্গের অভিনয়শিল্পী। এটা আমাদের নিয়ম।
ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় ‘রক্তর মূল চরিত্রে আছেন পরী মনি ও রোশান। সম্প্রতি সিনেমাটির টিজার ও আইটেম গান প্রকাশ হয়েছে।