উজান ভাটি, পুরস্কার-খ্যাত সি বি জামান আর নেই
মারা গেছেন ‘উজান ভাটি’ ও ‘পুরস্কার’-খ্যাত নির্মাতা সি বি জামান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার। আজ শুক্রবার দুপুরে মৃত্যুসংবাদ নিশ্চিত করেছেন নির্মাতার ছেলে সি এফ জামান। গুরুতর অসুস্থ হয়ে গত কয়েক দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
তিনি বলেন, ‘আব্বু গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। প্রথমে আমরা ভেবেছিলাম, স্ট্রোক করেছেন। পরে জানা যায়, হার্ট অ্যাটাক হয়েছে। আজ আরও একবার অ্যাটাক করে তিনি সবাইকে ছেড়ে চলে গেলেন।’
সি বি জামান পরিচালিত ‘পুরস্কার’ ১৯৮৩ সালে পাঁচ বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিল।
সি বি জামানের হার্ট অ্যাটাকের পাশাপাশি কিডনিতেও জটিলতা ছিল।
জানা যায়, গত ১৩ ডিসেম্বর সকাল বাথরুমে পড়ে যান সি বি জামান। সেখান থেকে উদ্ধারের পরে কথাবার্তা অসংলগ্ন হয়ে পড়লে এদিন বিকালে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা শারীরিক পরিস্থিতি বিবেচনা করে তাৎক্ষণিকভাবে তাকে আইসিইউতে ভর্তি করেন।
এর আগেও বেশ কয়েকবার স্ট্রোক ও হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন বর্ষীয়ান এই পরিচালক। সর্বশেষ গত বছরের এপ্রিলে হৃদ্রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
১৯৬২ সালের কলিম শরাফী ও জহির রায়হানের ‘সোনার কাজল: চলচ্চিত্রে সহকারী হিসেবে হাতেখড়ি হয় সি বি জামানের, ১৯৬৬ সালে পশ্চিম পাকিস্তানের লাহোরে চলে যান – ওখানকার ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক ছবিতে কাজ করেছেন।
১৯৭২ সালে নিহাররঞ্জন গুপ্তের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘ঝড়ের পাখি’র মাধ্যমে পূর্ণাঙ্গ পরিচালক হিসেবে তার অভিষেক, ১৯৯০ সাল পর্যন্ত নির্মাণ করেন ‘উজান ভাটি’, ‘পুরস্কার’, ‘শুভরাত্রি’, ‘হাসি’, ‘লাল গোলাপ’ ও ‘কুসুম-কলি’র মতো চলচ্চিত্র। খান আতা, তাহের চৌধুরী ও তিনি – এই ত্রয়ী মিলে ‘প্রমোদকার’ নামে একত্রে পরিচালনা করেছিলেন ‘ত্রিরত্ন’, ‘সুজন-সখী’, ‘দিন যায় কথা থাকে’ ও ‘হিসাব-নিকাশ’। এছাড়া সি বি জামান বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। তার ‘রাজা বাদশা’ চলচ্চিত্রটি শুটিং শেষ হওয়া সত্ত্বেও প্রযোজকদের কারণে মুক্তি পায়নি।
চলচ্চিত্র পরিচালনা ছাড়াও তিনি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র অরুণ বরুণ কিরণ মালা। এছাড়া, তিনি দুটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন।
সি বি জামান আসামের গৌরীপুরে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ইমাদুর রহমান চৌধুরী ও মায়ের নাম শরীফা খাতুন। তিনি মুরারিচাঁদ কলেজে পড়াশোনা করেছেন।