Select Page

উৎসবে বিদেশি সিনেমা নয় : আপিল বিভাগেও একই রায়

উৎসবে বিদেশি সিনেমা নয় : আপিল বিভাগেও একই রায়


বাংলাদেশে উৎসবে বিদেশি যেকোনো সিনেমা আমদানি, প্রদর্শন ও বিতরণ করা যাবে না বলে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে বাদ গেছে যৌথ প্রযোজনার প্রসঙ্গটি।

সম্প্রতি হাইকোর্ট এ সংক্রান্ত একটি আদেশ দেয়। তার স্থগিত চাওয়া আবেদনটির নিষ্পত্তি করে বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই রায় দেন।

বিদেশি সিনেমা নিয়ে আপত্তি তুলে নিপা এন্টারপ্রাইজ। আদালতে নীপা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী সেলিনা বেগমের পক্ষে শুনানি করেন আইনজীবী আজমালুল হক কিউসি। সঙ্গে ছিলেন আইনজীবী এম মনিরুজ্জামান আসাদ।

অন্যদিকে হাইকোর্টের আদেশ স্থগিত চাওয়া আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এএম আমিন উদ্দিন।

এদিকে ঈদুল ফিতরে মুক্তির কথা রয়েছে ভারতীয় সিনেমা ‘ভাইজান এলো রে’ ও ‘সুলতান দ্য সেভিয়র’। প্রথমে সিনেমা দুটি যৌথ প্রযোজনার আবেদন করে। কিন্তু নির্মাণের আগে না করে পরে আবেদন করাই জটিলতা সৃষ্টি হয়। পরে সাফটা চুক্তির আওতায় আমদানি করে মুক্তির অনুমতি চাওয়া হয় তথ্য মন্ত্রণালয়ে।

প্রসঙ্গত, নীপা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী সেলিনা বেগমের এক রিট আবেদনের শুনানি নিয়ে গত ১০ মে হাইকোর্ট দেশে যৌথ প্রযোজনাসহ সকল প্রকার বিদেশি সিনেমা আমদানি ও প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী এবং বিচারপতি একেএম জহিরুল হক রুলসহ এ আদেশ দেন।

এরপর হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করা হয়। পরে সে আবেদন শুনানির জন্য আপিল বিভাগে পাঠানো হয়। এর ধারাবাহিকতায় আজ আদেশ দেন আপিল বিভাগ।


Leave a reply