উৎসব সামনে রেখে পশ্চিমবঙ্গে যথেচ্ছ সিনেমা মুক্তিতে লাগাম
বাংলাদেশে এখন দুই ঈদ ছাড়া দর্শককে হলে টানার মতো সিনেমাই মুক্তি পায় না। ভারতীয় প্রদেশ পশ্চিমবঙ্গেও উৎসবের মওসুম থাকে বড় বাজেটের সিনেমা মুক্তির হিড়িক। তবে এবার বড়দিনে যথেচ্ছ সিনেমা মুক্তিতে লাগাম টানা হলো।

পশ্চিমবঙ্গে বড়দিনে মুক্তি পাবে মিঠুন চক্রবর্তী ও দেব অভিনীত ‘প্রজাপতি’র সিক্যুয়েল
গত রোববার সেখানকার নির্মাতাদের সংগঠন ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশনের (ইম্পা) বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। যেখানে মুক্তি প্রতিক্ষীত পাঁচ থেকে তিনটি সিনেমা বড়দিনে রিলিজের সিদ্ধান্ত হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়, উৎসবের মরসুমে একগুচ্ছ বাংলা ছবি মুক্তি পাওয়া এ যেন খুব চেনা ছবি। তাতেই বেশকিছুটা বদল আনার প্রস্তাব দেওয়া হয়েছিল ‘ইম্পা’র তরফে কয়েকমাস আগে। বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর সেই পার্বণগুলির মধ্যে মোট ছ’টি পার্বণে বাংলা ছবি মুক্তির রমরমা থাকে। সামনেই বড়দিন। আর এই বড়দিনের মরশুমে একসঙ্গে একগুচ্ছ বাংলা ছবি মুক্তির কথা ছিল।
এ বিষয়ে ‘ইম্পা’র সভাপতি পিয়া সেনগুপ্ত বলেন, “বৈঠকে ঠিক হয়েছে পাঁচটি ছবির মধ্যে তিনটি মুক্তি পাবে। বাকি ছবিগুলির মুক্তির দিনক্ষণ নির্ধারিত হবে আগামী বৈঠকে। এদিনের বৈঠকে স্থির হয় বড়দিনে মুক্তি পাবে মিঠুন চক্রবর্তী ও দেব অভিনীত ছবি ‘প্রজাপতি ২’। একইসঙ্গে বড়দিনে মুক্তি পাবে কোয়েল মল্লিক অভিনীত ‘মিতিন মাসি সিরিজের নতুন ছবি। এছাড়াও এসভিএফের প্রযোজনায় দু’টি ছবির মধ্যে মুক্তি পাবে যে কোনও একটি। এর মধ্যে রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘কাকাবাবু’ সিরিজের নতুন ছবি এবং দাগ ক্রিয়েটিভ মিডিয়ার প্রযোজনায় ‘লহ গৌরাঙ্গের নাম রে’।”
এর আগে দুর্গাপূজা উপলক্ষে সেপ্টেম্বরে পশ্চিমবঙ্গে মুক্তি পায় চারটি ছবি। ওই সময়ও একাধিক সিনেমার মুক্তি নিয়ে বিতর্ক দেখা দেয়।
এদিকে গত কয়েক বছরে বাংলাদেশের বড় ছবিগুলো হয়ে গেছে ঈদ নির্ভর। বলা হয়ে থাকে, ঈদ ছাড়া সিনেমা ব্যবসা করছে না। কিন্তু ঈদে সিনেমা কতটা ব্যবসা করছে তা নিয়ে নির্ভরযোগ্য তেমন হিসাব নেই। ব্যক্তিগত উদ্যোগে নেয়া মাল্টিপ্লেক্সনির্ভর কিছু বক্স অফিস তথ্য পাওয়া গেলেও প্রযোজকরা নিজেদের পকেটে কত ঢোকে তা নিয়ে মুখ খোলেন না। অন্যদিকে ঈদ মওসুমের বাইরে মুক্তি পাওয়া প্রায় সবকিছুই ব্যর্থ। এর মধ্যে এক-দুটি ছাড়া কোনো সিনেমাই মানসম্পন্ন নয়।
বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির নিয়ম অনুসারে, সাধারণত সপ্তাহ দুটি নতুন সিনেমার মুক্তি দেয়া যায়। তবে ঈদের মওসুমে এ নীতি শিথিল রাখা হয়। এ সময় ১০টির মতো সিনেমা মুক্তির রেকর্ডও রয়েছে। অবশ্য এক সময় বছরব্যাপী বড় তারকা ও নির্মাতাদের সিনেমা মুক্তি পেয়ে সারাবছর ব্যবসা করত। আর ঈদের মওসুম হলে তো কথাই নেই!
এবার অবশ্য খুশির খবর রয়েছে। যদি নির্মাতারা তাদের দিনক্ষণ ঠিক রাখে বছরের শেষ নাগাদ মুক্তি পেতে পারে বড় দুটি সিনেমা। এর মধ্যে রয়েছে সাকিব সনেট পরিচালিত এবং শাকিব খান ও তানজিন তিশা অভিনীত ‘সোলজার’। এছাড়া রায়হান রাফী পরিচালিত এবং সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষি অভিনীত ‘আন্ধার’ মুক্তি পেতে পারে ডিসেম্বরে।






