একই সিনেমার রিমেকে শাকিব-জিৎ, আসলেই?
তামিল ‘বেদালাম’ অবলম্বনে দুটি সিনেমা নির্মাণ হচ্ছে। আবার একই দিনে মুক্তিও পাবে বাংলাদেশ-ভারতে। অভিনয় করছেন দুই দেশের সেরা নায়ক। তাও কি সম্ভব?
আমৃতবাজার পত্রিকা নামের একটি সংবাদমাধ্যম দাবি করছে, শাকিব খানের ‘ভাইজান এলো রে’ এবং জিৎ-এর ‘সুলতান দ্য সেভিয়ার’ নির্মিত হচ্ছে একই গল্প থেকে। চাঞ্চল্যকর তথ্যটির উৎস হিসেবে বিশ্বস্ত একটি সূত্রের বরাত দেয় পত্রিকাটি।
সেখানে বলা হয়, শাকিব খানের সাথে জাজ মাল্টিমিডিয়ার সুসম্পর্ক থাকাকালীন এই গল্পটি নিয়ে আলাপ করেন প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ। সেই সময়ে তামিলের ‘বেদালাম’ থেকে চিত্রনাট্য শাকিব খানের হাতে তুলে দেন।
যদিও জিতের দাবি তার ছবি মৌলিক, তবে কাহিনির লাইনআপ থেকে অনেকেই বলছেন এটি ‘বেদালাম’-এর নকল। অন্যদিকে মূল সিনেমায় নায়ক একজন হলেও শাকিবকে দেখা যাবে দ্বৈত চরিত্রে।
সম্প্রতি একই চিত্রনাট্য নিয়ে জিতের সঙ্গে কাজ করছে জাজ। রাজা চন্দ্রকে পরিচালক হিসেবে রেখে নাম করণ করা হয় ‘সুলতান দ্য সেভিয়ার’। আর শাকিব খান ‘ভাইজান এলো রে’ নিয়ে চুক্তিবদ্ধ হয়েছেন জয়দীপ মুখার্জী ও এসকে মুভিজের সঙ্গে।
‘সুলতান দ্য সেভিয়ার’ নায়িকা হিসেবে থাকছেন বাংলাদেশের বিদ্যা সিনহা মিম ও ভারতীয় নায়িকা প্রিয়াঙ্কা সরকার ছাড়াও আরো অনেকে।
অন্যদিকে ‘ভাইজান এলো রে’ ছবিতে শাকিব খান দ্বৈত চরিত্র ছাড়াও অভিনয় করবেন শ্রাবন্তী, পায়েল সরকার, রজতাভ দত্ত, মনিরা মিঠু, দীপা খন্দকার প্রমুখ।
দুই বাংলার সিনেমায় চলছে দুর্দিন। এই সময়ে একই দিনে একই কাহিনির দুই সিনেমা নির্মাণকে বোকামিই বলতে হবে। সেখানে কি সেধে নির্মাতারা বোকামি করবেন? সেই হিসেবে এ খবরের সত্যতা নিয়ে প্রশ্নও থেকে যায়। নাকি কোনো পক্ষের প্রচারণা কৌশল এটি।