Select Page

একই সুর কতবার শোনাবেন আকাশ

একই সুর কতবার শোনাবেন আকাশ


যৌথ বা একক প্রযোজনা যাই হোক— বাংলাদেশি সিনেমায় রমরমা অবস্থা কলকাতার গায়ক ও সংগীত পরিচালক আকাশ সেনের। পাশাপাশি ঢাকার একাধিক খ্যাত-অখ্যাত শিল্পীর সঙ্গেও কাজ করতে দেখা গেছে তাকে।

তাকে নিয়ে অনলাইনে একটি প্রশ্ন শোনা যায়, একই সুর কতবার শোনাবেন আকাশ? তার গান শুনলে মনে হয় নিকট অতীতে কোথাও না কোথাও শুনেছি।

সর্বশেষ ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ সিনেমায় তাকে পাওয়া যায় ‘গোলাপী গোলাপী’ গানে। সেই একই সুর শোনা যায় রোমিও বনাম জুলিয়েট, বিজলির গানের সঙ্গেও। অর্থাৎ, সুরে একটু এদিক ওদিক করে চালিয়ে দিচ্ছেন বারবার।

অতি সম্প্রতি প্রকাশ হয়েছে ‘পোড়ামন ২’ সিনেমার ‘নাম্বার ওয়ান হিরো’ শিরোনামের গান। একই সুর পাওয়া যায় বৈশাখ নিয়ে আকাশ নির্মিত আরেকটি গানে।

‘মেন্টাল’ সিনেমার ‘আমার মতো কে আছে বলো’ এখনো অনেকে গুনগুন করেন। প্রায় কাছাকাছি সুর শোনা যায় ‘অগ্নি টু’ সিনেমায়।

এছাড়া কনার ‘রেশমি’ চুড়ি গানটির সুর হিন্দি সিনেমার গান থেকে নেওয়ার অভিযোগ আছে। ‘রক্ত’ সিনেমার ‘ডানাকাটা পরী’ও হিন্দি মিউজিক ভিডিও থেকে মেরে দেওয়া।

এ রকম নানা অভিযোগ রয়েছে আকাশের বিরুদ্ধে। এমনকি সংবাদ সম্মেলনে বলা হলেও অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

সব মিলিয়ে বাংলাদেশি শিল্পী-নির্মাতাদের কাছে আকাশপ্রীতি কমার লক্ষণ নেই। যদিও নিজের দেশে সে অর্থে এই শিল্পী-সংগীত পরিচালকের চাহিদা নেই।

বাংলা গানের ভোক্তাদের দাবি, আকাশ গান করুন। তাতে তাদের আপত্তি নেই। তবে যেন আরেকটু সৃজনশীলতার পরিচয় দেন।


মন্তব্য করুন