১ ঘণ্টায় ৫ সিনেমা প্রদর্শনী আজ
অনুষ্ঠিত হতে যাচ্ছে পাঁচ সিনেমা পাঠশালার তৃতীয় পর্ব। ২৮ জানুয়ারি সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নির্মিত পাঁচটি সিনেমা দেখানো হবে পাঠশালা সিনেমা বিভাগে।
প্রদর্শনী শেষে পাঠশালা সিনেমা বিভাগের প্রধান ইশতিয়াক জিকোর সঞ্চালনায় আড্ডায় থাকবেন নির্মাতারা।
প্রদর্শনীর আসন সংখ্যা ৫০টি। টিকিট মূল্য: ১০০ টাকা। ইভেন্ট শুরুর আগে ভেন্যুতে টিকিট পাওয়া যাবে। তবে পাঠশালা সিনেমা বিভাগ, পাঠশালা সিনে ক্লাব এবং বুয়েট শিক্ষার্থীদের জন্য কোনো টিকিট লাগবে না।
আসন বুকিং করতে “নিজের নাম, ইমেইল অ্যাড্রেস ও BUET” লিখে পাঠিয়ে দিন 01780 379 399 নম্বরে। আসন নিশ্চিতিকরণ এসএমএস পাঠানো হবে ২৮ জানুয়ারি। ফেসবুকে বিস্তারিত জানুন ইভেন্ট পাতায়।
পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও নির্মাতাদের তালিকা : ক. খবরাক্রান্ত (পরিচালক: নাজমুল হক নাঈম) খ. সাদাকালো একাত্তর (পরিচালক: রায়হানুল, রাকিবুল, তপেশ ও হাসান) গ. গুনারি (পরিচালক: মঈন, উৎস, শুভ, মোহাম্মদ ) ঘ. জয়োধ্বনি (পরিচালনায়: বুয়েট ফিল্ম সোসাইটি ) ঙ. সেমিকোলন (পরিচালক: তানজিম ও জহুরুজ্জামান জ্যোতি)।